মুসলিম ও পোষ্যদের প্রবেশ নিষিদ্ধ, মুম্বাইয়ে ফ্লাট ভাড়ার বিজ্ঞাপন নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া

0
1160

বঙ্গদেশ ডেস্ক:- মুম্বাইতে ফ্ল্যাট ভাড়া দিতে ইচ্ছুক এই মর্মে এক ব্যক্তি বিজ্ঞাপন দিয়েছিল ফেসবুকে। এই বিজ্ঞাপনকে কেন্দ্র করেই বিতর্কের আগুন ছড়িয়ে পড়লে গোটা দেশজুড়ে। সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হলো সেই পোস্ট।

ফ্লাটের মালিক উন্মেষ পাটিল একটি ফেসবুক পেজে ফ্ল্যাট ভাড়া দেওয়ার বিজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছিলেন, কোনোভাবেই মুসলিম ব্যক্তিকে অথবা পোষ্য রয়েছে এমন কাউকে তিনি ফ্ল্যাট ভাড়া দেবেন না। এই শর্তে বিজ্ঞাপনটি পোস্ট করা হয়েছিল সঙ্গে দেওয়া হয়েছিল ফ্ল্যাটের ছবিও।

এক ঘন্টার মধ্যেই এই বিজ্ঞাপন ভাইরাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের একদল উন্মেষকে সাম্প্রদায়িক তকমা দেয়। সাংবাদিক রানা আয়ুব এই বিষয়ে ট্যুইট করে বলেন, “মুসলিম এবং পোষ্যদের অনুমতি নেই। এটা বিংশ শতক চলছে এবং মুম্বাইয়ের অন্যতম উৎকৃষ্ট এলাকা বান্দ্রায় এই ধরণের সাম্প্রদায়িক লোকজন ফ্ল্যাট ভাড়া দেওয়ার কথা বলছেন। এটা জাতিবিদ্বেষ নয় কি? আমরা কি তবে একটি সাম্প্রদায়িক দেশে বাস করছি? আমি নিজে বিগত তিন মাস ধরে বান্দ্রায় ফ্ল্যাট খুঁজছি। যখন জানতে পারছেন আমি মুসলিম অনেকেই আমাকে ফ্ল্যাট ভাড়া দিতে চাননি।”

সাংবাদিকরা রানা আয়ুবের মতো অনেকেই এই বিজ্ঞাপনের সমালোচনা যেমন করেছেন আবার নেটিজেনদের একটা বড় অংশ পিঠ চাপরে এই বিজ্ঞাপন সমর্থন‌ও করেছেন। তাদের মতে, “উন্মেষ কাকে ভাড়া দিতে চান বা না চান সেটা তার একান্ত ব্যক্তিগত চয়েস। নিজের ফ্ল্যাট ভাড়া দেওয়ার জন্য ভাড়াটিয়া পছন্দের অধিকার সকলেরই রয়েছে।”