পূর্বপুরুষের স্বধর্মে ফিরে এলেন মালদার এক সচেতন মুসলমান তরুণী

0
1054

বঙ্গদেশ ডেস্ক: এতোদিন ভারতবর্ষের বুকে “লাভ জিহাদ” এর ফাঁদে পড়ে ধর্মান্তরিত হওয়ার ঘটনা সামনে এসেছে। ভারতের কিছু রাজ্যে “লাভ জিহাদ” এর ঘটনার সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সনাতনী সংস্কৃতি হুমকির মুখে পড়ে। তবে সম্প্রতি স্বেচ্ছায় হিন্দু ধর্মে ফিরে আসার ঘটনাও বৃদ্ধি পেয়েছে। সনাতনী সংস্কৃতি ও শিক্ষাকে ভালবেসে অনেকেই ফিরে আসছেন তাদের পূর্বপুরুষের ধর্মে। এমনকি পশ্চিমবঙ্গেও বৃদ্ধি পাচ্ছে সনাতনী সংস্কৃতি ও শিক্ষাকে আলিঙ্গন হিন্দু ধর্মে ফিরে আসার ঘটনা।

সম্প্রতি পশ্চিমবঙ্গের মালদা জেলার এমনই একটি ঘটনা সামনে এসেছে। মুসলিম তরুণী চুমকি খাতুন সনাতনী সংস্কৃতি ও শিক্ষাকে কাছ থেকে জেনে হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হয় এবং এক পর্যায়ে সে তার পূর্বপুরুষের স্বধর্মে ফিরে আসার সিদ্ধান্ত নেন। তারই অংশ হিসেবে চুমকি খাতুন সম্প্রতি হিন্দু প্রথা ও আচার মান্য করে স্বেচ্ছায় হিন্দু ধর্মে ফিরে এসে চুমকি হালদার হিসেবে নতুন জীবনের সূচনা করলেন।

চুমকি হালদার সেই সাথে এক হিন্দু যুবককে ভালবেসে বিয়েও করেছেন। হিন্দু রীতি ও আচার অনুযায়ী বৈদিক মন্ত্র উচ্চারণ করে অগ্নিদেবের সম্মুখে তিনি স্বেচ্ছায় পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম গ্রহণ করে সনাতনী হিসেবে আত্মপ্রকাশ করলেন। এই ঘটনায় স্থানীয় হিন্দু সমাজে ব্যপক আলোড়ন সৃষ্টি হয়। স্থানীয় অনেক হিন্দু বলেন, হিন্দু ধর্মের প্রকৃত শিক্ষা ও সংস্কৃতিকে কাছ থেকে জানলে কেউই হিন্দু ধর্ম দূরে ঠেলে দিতে পারবে না। পৃথিবীর সবচেয়ে আদি ধর্ম হলো সনাতন ধর্ম। এর বাণী দিকে দিকে ছড়িয়ে দিলে এভাবেই অনেকে আলোর পথে ফিরে আসবে বলে মন্তব্য করেন অনেক স্থানীয় হিন্দু।