চুরি গিয়েছে রুপোর বাঁশি ও অলঙ্কার, রাধামাধব মন্দিরে চুরি ঘিরে চাঞ্চল্য নবদ্বীপে

0
585

বঙ্গদেশ ডেস্ক:নবদ্বীপের একটি মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে ঐতিহাসিক শহর নবদ্বীপে। পুরসভার মণিপুর ঘাট রোডে তিনকড়ি গোস্বামীজীর রাধামাধব মন্দিরের পুজারী বুধবার ভোররাতে মন্দিরের দরজা তালা ভাঙা অবস্থায় দেখতে পান। তিনি সঙ্গে সঙ্গে খবর দেন মন্দির কর্তৃপক্ষকে। খবর পেয়ে দ্রুত মন্দিরের এসে পৌঁছন তিনকড়ি গোস্বামীজীর পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন।

অভিযোগ উঠেছে, মঙ্গলবার রাতে মন্দিরের দরজা ভেঙে প্রতিষ্ঠিত বিগ্রহের সোনা ও রুপোর গহনা-সমেত বিগ্রহের হাতে থাকা রুপোর বাঁশি চুরি করেছে দুষ্কৃতীরা। আপাতত একটি বাঁশি দেওয়া হয়েছে বিগ্রহের হাতে।

মন্দির কর্তৃপক্ষ স্থানীয় থানায় অভিযোগ করার পর তৎক্ষণাৎ ঘটনাস্থলে হাজির হয় নবদ্বীপ থানার পুলিশ। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে মোট কত টাকার গহনা চুরি হয়েছে, তা এখনও জানা যায়নি। সিসিটিভি ফুটেজ তদন্তের কাজে সহায়ক হবে বলে মনে করছেন পুলিশ৷ এই ঘটনার পরিপ্রেক্ষিতে মন্দির কর্তৃপক্ষের গলায় ফুটে উঠেছে হতাশার সুর৷ তাদের বক্তব্য,আজ পর্যন্ত কোনওদিন এই মন্দিরে চুরি হয়নি ৷ তবে তারা আশা করছেন, পুলিশের জালে অপরাধীরা ধরা পড়বে এবং উদ্ধার করা হবে চুরি হওয়া অলঙ্কার৷

কয়েকদিন আগেও নবদ্বীপ সংলগ্ন বিষ্ণুপ্রিয়ার একটি মন্দিরে চুরি হয়েছিল। কিছুদিন আগে নবদ্বীপকে ‘হেরিটেজ’ শহর ঘোষণার পর নিরাপত্তার খাতিরে সিসিটিভি ক্যামেরা দিয়ে মুড়ে ফেলা হয়েছে। কিন্তু তার পরে একের পর এক মন্দিরে চুরির ঘটনায় প্রশাসনের ব্যর্থতার দিকে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা।