মুম্বাইয়ের ইস্কন মন্দির থেকে চুরি লক্ষাধিক টাকা, গ্রেফতার দুই বাংলাদেশী অনুপ্রবেশকারী

0
499

বঙ্গদেশ ডেস্ক:ভারতে বাংলাদেশী অনুপ্রবেশের সমস্যা দীর্ঘ বছরের। বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে আত্মগোপন করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে তারা। সম্প্রতি নেভি মুম্বাইয়ের একটি চুরির ঘটনা সামনে আসতেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

নেভি মুম্বাই পুলিশ গত ৩১ জানুয়ারি খোরঘরের ইস্কন মন্দিরে চুরি করার জন্য দুই বাংলাদেশী অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে এবং তাদের কাছ থেকে নগদ আশি হাজার টাকা এবং চুরি করা মুর্তি উদ্ধার করেছে।

একটি প্রেস কনফারেন্সে নেভি মুম্বাই পুলিশ কমিশনার বিপিন কুমার সিং বলেছেন, গত ৩১ শে জানুয়ারী, খোরঘরের ইস্কন মন্দির থেকে তিনটি ক্যাশ বাক্স, কিছু নগদ এবং মূর্তি চুরি হয়েছে।নেভি মুম্বাই পুলিশের সেন্ট্রাল ক্রাইম ইউনিটের আধিকারিকরা সিসিটিভি ফুটেজ স্ক্যান করে বলেছেন, অভিযুক্তরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল।

বিপিন কুমার সিং বলেছেন, এই দুজন অভিযুক্তের নাম ‘রাজু’ ফারহাত শেখ(২৬) এবং আমিরুল খান ওরফে ‘আকাশ মান্নান'(২৩)। তাদের ১৪ফেব্রুয়ারি নেভী মুম্বাই থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, একজন এজেন্টের সহায়তায় তারা পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। তারপর বাঁশের গুদামে কাজ শুরু করে কাজের ফাঁকে তারা চুরি করতো।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, মন্দির থেকে দেড় লাখ টাকা চুরি হয়েছে, সত্তর হাজার টাকা এখনও খুঁজে পাওয়া যায়নি।তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইন ও অন্যান্য আনুষঙ্গিক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান পুলিশ কমিশনার।

পুলিশ জানিয়েছে, মুম্বাই এবং আহমেদাবাদেও দুজনের বিরুদ্ধে মন্দিরে চুরি এবং বাড়ি ভাঙার মামলা নথিভুক্ত করা হয়েছে এবং এর আগেও তাদের গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারের পর স্থানীয় আদালতের মাধ্যমে পুলিশ রিমান্ডে পাঠানো হয় আসামিদের। বর্তমানে তারা এখন বিচার বিভাগীয় কারাগারে রয়েছে।