কৃষক আন্দোলনের সমর্থনে বিদেশের মাটিতে ভাঙ্গা হল গান্ধী মূর্তি

0
515

বঙ্গদেশ ডেস্ক:- নয়াকৃষি বিলের বিরোধিতা করে দিল্লী সীমান্তে আন্দোলন শুরু করেছেন কৃষকরা। দিনরাত এক করে তারা আন্দোলন করে চলেছেন তারা। এর ফলে সারাদেশে এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শুধুমাত্র দেশ নয়, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও গিয়ে পৌঁছেছে এই আন্দোলনের আঁচ। আমেরিকার বহু শিখ সম্প্রদায়ের মানুষ‌ও শামিল হয়েছেন এই বিক্ষোভে।

কিন্তু বারবার অভিযোগ উঠছে, এই আন্দোলনের ফায়দা তুলছেন দেশবিরোধী বেশ কিছু সংগঠন। তেমনই এক ধুন্ধুমার ঘটনার সাক্ষী আমেরিকার ওয়াশিংটন ডিসি। সূত্র মারফত জানা গিয়েছে, নয়া কৃষি আইনের বিরোধিতা করে ভারতবিরোধী গ্রুপ তৈরি হয়েছে সেখানে। ওয়াশিংটনের ভারতীয় দূতাবাস মারফত জানা গিয়েছে, দূতাবাসের সামনে অবস্থিত মহাত্মা গান্ধী মেমোরিয়াল প্লাজায় যে গান্ধী মূর্তি রয়েছে তাতে কালি মাখিয়ে দিয়েছ খালিস্তানিরা। শুধু তাই-ই নয়, ঘটনাস্থল থেকে খালিস্তানের পতাকাও মিলেছে।

প্রতিবাদের নাম করে মহাত্মা গান্ধী মূর্তির এই অবমাননা নিন্দনীয় কাজ হলে বিবৃতি দিয়েছে ভারতীয় দূতাবাস। বিগত কয়েকদিন ধরেই নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া, ওহিও, নর্থ ক্যারোলিনা থেকে একাধিক মানুষ জড়ো হয়েছেন ওয়াশিংটন ডিসিতে। ভারতে নয়া কৃষি বিল প্রত্যাহারের দাবিতে যে জোরদার আন্দোলন শুরু করেছেন কৃষকরা, তার সমর্থনে তারা সেখানে সমবেত হয়েছে।

বিশেষ সূত্রে জানা গিয়েছে অভিযোগ উঠেছে, আচমকাই শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে কয়েকজন খালিস্তানি সমর্থক ঢুকে পড়েন। এরপর তারা ওয়াশিংটন ডিসির জমায়েতে অশান্তি করতে শুরু করে। তার জেরেই গান্ধী মূর্তির ওপর চড়াও হয়ে ওঠে বেশ কয়েকজন যুবক। ভেঙে ফেলা হয় বিদেশের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা গান্ধী মূর্তি।

দেখা গিয়েছে, উক্ত স্থান থেকে খালিস্তানপন্থী ও ভারতবিরোধী পতাকা‌ ও পোস্টারও পাওয়া গিয়েছে। শুধুমাত্র গান্ধী মূর্তি নয়, সেই স্থানে রাখা নরেন্দ্র মোদির ছবিতেও হামলা চালানো হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, এই ঘটনার বিস্তারিত খোঁজখবর নিতে শুরু করেছে দিল্লি সরকার।