বাংলাদেশের সাতক্ষীরায় হিন্দু পরিবারের ওপর জিহাদী হামলা, দেশ থেকে বিতাড়নের হুমকি

0
1440

বঙ্গদেশ ডেস্ক: ইসলামিক রাষ্ট্র বাংলাদেশের সাতক্ষীরা জেলায় ঘটে গেলো আরও একটি সংখ্যালঘু হিন্দু নির্যাতনের ঘটনা। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১ নম্বর ইউনিয়নের কাটপাটি গ্রামের সুন্দরবন সিনেমা হলের পিছনে সংখ্যালঘু প্রদীপ মণ্ডলের জমি দখলের উদ্দেশ্যে কিছু জিহাদী আনুমানিক রাত ৩ টায় জমি হামলা করে। প্রায় দুই ঘন্টা ব্যাপী সংঘবদ্ধ মুসলিম জনতা হিন্দু পরিবারটির ওপর আক্রমণ চালায়। জমি দখলের এই চেষ্টায় বাধা দেওয়ায় দখলকারী জিহাদীরা প্রদীপ মণ্ডলের পরিবারের সদস্যদের মেরে হাত-পা ভেঙে মাথা ফাটিয়ে দিয়েছে।

এই জিহাদী হামলার নেতৃত্বে ছিল স্থানীয় আলামিন হোসেন। আলামিন হোসেনের নেতৃত্বে আব্দুল হামিদ মোল্লা, রাজন, শামসুর রহমান দুলু, আব্দুল আজিজ, শফিকুল মোল্লা আসাদ সহ অজ্ঞাত ২০ থেকে ৩০ জন সংঘবদ্ধ জিহাদী প্রদীপ মণ্ডলের পরিবারের ওপর হামলা করে। প্রদীপ মণ্ডলের পরিবারের হামলা করা ছাড়াও তাদেরকে দেশ থেকে বিতাড়নের হুমকি দিয়েছে হামলাকারী জিহাদীরা। এদিকে ঘটনার পর ধারা ১৪৩, ৪৪৮, ৩২৫, ৩২৩, ৩২৭, ৩০৭, ১১৪ দণ্ডবিধি অনুযায়ী মামলা করা হয়েছে। মামলা নম্বর ২৩।

এই জিহাদী হামলায় প্রদীপ মণ্ডল, কানু বিশ্বাস, অশোক মণ্ডল, শীলা রাণী মণ্ডল, ফুল মতি মণ্ডল এবং হিমাংশু মণ্ডল আহত হয়েছেন। আহতদেরকে শ্যামনগর থানা হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত ডাঃ কানু বিশ্বাস তাদের অবস্থা সংকটাপন্ন দেখে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে সাতক্ষীরা জেলা হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে আহতরা সাতক্ষীরা জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিকে মামলা দায়ের করার পর পুলিশ জানিয়েছে ঘটনাটির তদন্ত চলছে। তবে এখনও পর্যন্ত কোন অভিযুক্তকে আটক করা সম্ভব হয়নি।