ধূপগুড়ির সড়ক দুর্ঘটনায় শোক প্রকাশ মোদীর, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অর্থ সহায়তার ঘোষণা 

0
480

বঙ্গদেশ ডেস্ক: গত মঙ্গলবার ধূপগুড়িতে ঘটে গিয়েছে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। পাথর বোঝাই লরি নিয়ন্ত্রণ হারানোর ফলে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ধূপগুড়িতে ঘটে যাওয়া এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে একটি ট্যুইটের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় শোক প্রকাশ করে একটি ট্যুইট করেন। ঘটনায় মৃত ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাসও দিলেন মোদী।

প্রধানমন্ত্রী তাঁর ট্যুইটে লিখেছেন, ” জলপাইগুড়ির এই সড়ক দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক। মৃতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। আহতদের অতিদ্রুত আরোগ্য কামনা করি।”

এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতর থেকে আরেকটি ট্যুইটের মাধ্যমে মৃতদের প্রত্যেকের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদানের কথা জানানো হয়েছে।

এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাত সাড়ে নটায় ধূপগুড়ির লাললস্কুল এলাকায়। একটি পাথর বোঝাই লরি ধূপগুড়ি থেকে জলপাইগুড়ি যাওয়ার সময় উল্লেখিত এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং সেই পাথরবোঝাই লরির নীচে চাপা পড়ে একটি যাত্রীবোঝাই ম্যাজিক ভ্যান ও একটি মারুতি। দুটি গাড়ির সকল যাত্রী সেদিন একটি বৌভাত এর অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিল। কিন্তু সেই যাত্রাই যে শেষ যাত্রা হবে তা কে জানতো! মর্মান্তিক এই দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছে যার মধ্যে ৪ জন শিশু। আহতরা এখনও ধূপগুড়ি হাসপাতাল ও জলপাইগুড়ি জেলা হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে।  সঙ্গে তিনটি গাড়ির সংঘর্ষে মৃত্যু হয়েছে অন্তত ১৪ জনের। মৃতদের মধ্যে চার শিশু রয়েছে। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা জাতীয় সড়ক অবরোধ করে রাখে। স্থানীয় জনতা, দমকল ও পুলিশের সম্মিলিত প্রচেষ্টায় উদ্ধারকার্য সম্পন্ন হয়।