নেতাজীর ১২৫ তম জন্মজয়ন্তীতে উপস্থিতির জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানালেন নেতাজীর পরিবার

0
550

বঙ্গদেশ ডেস্ক: আগামী ২৩ জানুয়ারি, নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে বঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। নেতাজীর জন্মজয়ন্তীতে উপস্থিত থাকার জন্য নেতাজীর পরিবারের তরফ থেকে এই আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এছাড়াও ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজীর স্মরণে প্রধানমন্ত্রীর বিশেষ ভাষণের সম্ভাবনাও রয়েছে বলে কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রক সূত্রে জানা গিয়েছে।

সম্প্রতি কেন্দ্র সরকার নেতাজীর ১২৫ তম জন্মজয়ন্তী গোটা বছরব্যাপী উদযাপনের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করেছে। এই বিশেষ কমিটিতে নেতাজী পরিবারের সদস্য ও নেতাজীর কন্যা অনিতা বসুও রয়েছেন। এই বছরে অনুষ্ঠানে করোনা পরিস্থিতির জন্য তিনি উপস্থিত হতে পারবেন না বলে জানা গিয়েছে।

কিছুদিন আগে রাজ্য সরকারও নেতাজীর ১২৫ তম জন্মজয়ন্তী উদযাপনের লক্ষ্যে একটি বিশেষ কমিটি তৈরি করেছিল। তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা ছাড়াও সিপিএম ও কংগ্রেসের বিভিন্ন নেতাকে নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। তবে এই কমিটি গঠনকে নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক বিতর্কের। কারণ এই কমিউনিস্ট পার্টির নেতারাই একদা নেতাজীকে “তোজোর কুকুর” বলে আখ্যা দিয়েছিল এবং প্রকাশ্য জনসভায় নেতাজীকে “তোজোর কুকুর” বলে অপমান করতো। অন্যদিকে জওহরলাল নেহেরু নেতাজীকে খোলা তলোয়ার হাতে প্রতিহত করার ঘোষণা দিয়েছিলেন। তাই কংগ্রেস ও বাম নেতৃত্বকে নিয়ে গঠিত এই কমিটিতে ভালোভাবে নেননি রাজ্যের নেটিজেনরা, হয়েছে বিতর্ক।

ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজীর স্মরণে বিশেষ ভাষণ প্রদান ছাড়াও রেড রোডে নেতাজীর ভাস্কর্য্যে মাল্যদান অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে নেতাজীর পরিবার। একই দিনে বেলা বারোটা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজীর ভাস্কর্য্যে মাল্যদান কথা রয়েছে। তবে প্রধানমন্ত্রী দফতর থেকে রেড রোডের অনুষ্ঠানে যোগ দেওয়ার ব্যাপারে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। দুই বছর পূর্বে নেতাজী জয়ন্তীতে লাল কেল্লায় নেতাজী সুভাষ চন্দ্র বসু মিউজিয়াম উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বছর নেতাজীর ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে দেশব্যাপী বিশেষ পরিকল্পনা রয়েছে কেন্দ্র সরকারের। একটি ডিজিটাল উইং গঠন করা সহ, নেতাজীর জন্মস্থান উড়িষ্যার কটক এবং INA -এর প্রথম কার্যালয় মণিপুরের মোরাংয়ে নেতাজীর জন্মজয়ন্তী ব্যাপকভাবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। মোরাংয়ের কার্যালয়টিকে একটি মিউজিয়ামে পরিবর্তন করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। এছাড়াও কলকাতাতেও একটি নেতাজী মিউজিয়াম তৈরীর পরিকল্পনা রয়েছে মোদী সরকারের।