একুশে মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিকের টেস্ট পরীক্ষা না নেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

0
720

বঙ্গদেশ ডেস্ক: টেস্ট পরীক্ষা কবে হবে তা গতকাল জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের টেস্ট পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানান, “২০২১ সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন তাদের টেস্ট পরীক্ষা দিতে হবে না। সব ছাত্র ছাত্রী মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে পারবেন।” স্কুল শিক্ষা দপ্তর মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা কতোটুকু সিলেবাসের উপর হবে তা এখনও চূড়ান্ত গ্রহণ করতে পারেনি। কিন্তু সিলেবাস চূড়ান্ত করতে অসমর্থ হলে টেস্ট পরীক্ষায় কার্যত নেওয়া যাবে না। আর সেজন্যেই টেস্ট পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা।

গতকাল নবান্নে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে নেওয়া হবে তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ” আগে স্কুল খুলুক তারপর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে ভাবা যাবে। স্কুল শিক্ষা দফতরের তরফে তারপরেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেওয়া হবে।” মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর জনমনে আলোচনা শুরু হয়ে গেছে যে ২০২১ এর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা কি নির্দিষ্ট সময় হচ্ছে না? এদিকে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের জুন মাসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তাব জমা করেছে। কিন্তু নিয়ম অনুযায়ী মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার আগে ছাত্র-ছাত্রীদের টেস্ট পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার সাধারণত দুই থেকে তিন মাস আগেই টেস্ট পরীক্ষা নেয় বিভিন্ন স্কুল। কিন্তু এবার টেস্ট পরীক্ষা না নেওয়ার ঘোষণার ফলে ছাত্রছাত্রীরা সরাসরি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে।

আপাতত স্কুল না খুললে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারছেনা রাজ্য স্কুল শিক্ষা দফতর। যদিও মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ কে ইতিমধ্যেই যাবতীয় প্রস্তুতি সেরে রাখতে বলা হয়েছে স্কুল শিক্ষা দফতরের তরফে। কারণ স্কুল যদি খুলে দেওয়া যায় তাহলে সময় পাওয়া যাবে ছাত্র-ছাত্রীদের ক্লাস নেওয়ার। তাই স্কুল না খুললে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে না। এদিকে মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর শিক্ষার মান পতন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে নেটিজেনরা। তাদের মত, টেস্ট পরীক্ষা না নেওয়া হলে শিক্ষার্থীরা পড়াশোনার প্রতি উদাসীন হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। পরীক্ষা নিয়ে সমাধান এর জন্য রাজ্য প্রশাসন বাকি রাজ্যগুলোর পরীক্ষা পদ্ধতিকে অনুসরণ করতে পারে বলে অভিমত নেটিজেনদের।