নোয়াখালি থেকে সন্দেশখালি

@ কচ

নোয়া ভাইঙ্গা ছাড়িরে রাত
নোয়াখালির ভিনদেশ।
এহন খাল বাইন্ধি কোথায়
বসিরহাটের সন্দেশ!
আইল খানি ডুকরে কান্দে
পুকুর পাড়ের হিজল
শেখসাজানের সাজান বাগিচ
মোর আছিলো বিজল,
মাথায় ধরি নকশিকাঁথা
হাতে ভাতের হাঁড়ি
আমার জঠর আগুন জ্বালায়
সেথায় উপাস কাঁড়ি।
আবার দোড়ান আমার পরাণ
আমার কোলের সোনা
আমার গোপন বাজি রাইখ্যা
মেয়ের যোনি গোনা।
এমন কী আর দুর্গতি মোর
এমন কি গো দুখ!
বঙ্গকবি শেখ মুছেছেন
হিন্দু নারীর ভুখ।
এবার পালাই নিজের বাঁটেই
এবার ঘরের কাজি
এবার আমার সব হারানোর
সন্দেশেই যে বাজি!