ইস্লামিক দেশগুলির মাথা ব্যাথার কারণ ইস্রায়েলের ‘নিউক্লিয়ার’ প্রকল্প!

0
753

বঙ্গদেশ ডেস্ক – মধ্যপ্রাচ্যের মানচিত্র দেখলে বোঝা যায়, বিশাল বিশাল ইসলামিক রাষ্ট্রগুলির মধ্যে একটি ক্ষুদ্র ভূখণ্ড ইসায়েল। বারবার বহিঃশত্রুর আক্রমণে রক্তাক্ত হতে হতে এখন তারাই এই শতাব্দীর অন্যতম শক্তিশালী সেনাবাহিনীর অধিকারি।
টাইমস অফ ইন্ডিয়া, অ্যাসোসিয়েটেড প্রেসকে উদ্ধৃত করে তাদের রিপোর্টে জানিয়েছে, ইস্রায়েল একটি অতি গোপনীয় পরমাণু বোমা তৈরির মত কোনো প্রকল্প চালাচ্ছে। বিগত কয়েক দশকের মধ্যে এটিই বিশ্বের অন্যতম বৃহত্তম পরমাণু শুদ্ধিকরণ (Nuclear enrichment) প্রকল্প বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

অ্যাসোসিয়েটেড প্রেসের বিশ্লেষণ করা উপগ্রহ চিত্রগুলির একটিতে দেখা যাচ্ছে, একটি ফুটবল মাঠের আকারের খনন ক্ষেত্র। এটি সম্ভবত বেশ কয়েকটি তলা জুড়ে মাটির নীচে তৈরি করা হয়েছে এবং ইস্রায়েলের ডিমোনা শহরের নিকটে অবস্থিত। শিমন পেরেস নেগেভ পারমাণবিক গবেষণা কেন্দ্রের একটি অতি পুরাতন চুল্লী থেকে মাত্র কয়েক মিটার দূরে সন্দেহজনক জায়গাটির খোঁজ পাওয়া গেছে।

এটি সংবাদ শিরোনামে আসার কারণ, শিমোন পেরেস নেগেভ পারমাণবিক গবেষণা কেন্দ্রটি ইস্রায়েলের অঘোষিত এবং গোপনীয় পারমাণবিক অস্ত্র তৈরি কর্মসূচির কেন্দ্রস্থলে অবস্থিত। তবে এই বিষয়টিও লক্ষ্য করা উচিত, অ্যাসোসিয়েটেড প্রেসের বিশ্লেষণ এই নির্মাণটি ঠিক কি কাজের জন্য তা নির্ধারণ করতে সক্ষম হয়নি। কিন্তু বিষয়টি নজরে আসার পরেই বিভিন্ন মাধ্যমে গুঞ্জন শুরু হয়েছে।

বিভিন্ন উৎস থেকে সংগৃহীত প্লুটোনিয়াম নিজেদের আয়ত্তে এনেছে ইস্রায়েল। গোটা বিশ্বব্যাপী নয়টি পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দেশগুলির মধ্যে অন্যতম হিসেবে তারা নিজেদের তুলে ধরেছে। তবে কতগুলি পারমাণবিক অস্ত্র তাদের হাতে রয়েছে তা এখনও অজানা।

ইস্রায়েলের হাতে থাকা এই ধরনের অস্ত্রের সংখ্যা কমপক্ষে ৮০ এর মতন। এগুলি ভূমি থেকে নিক্ষিপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান বা সাবমেরিনের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে নিজ লক্ষ্যে আঘাত করতে পারে বলে অনুমান করা হয়।