গৌতম বুদ্ধের ছবি এঁকে ইসলামিক মৌলবাদীদের সমালোচনার মুখে সাংসদ নুসরাত

0
1133

বঙ্গদেশ ডেস্ক:- বিভিন্ন ইস্যুতে বিভিন্ন সময়ে ইসলামিক মৌলবাদীদের রোষের মুখে পড়েছেন তৃণমূল সাংসদ নুসরাত জাহান। এমনকি ফতোয়ার মুখেও পড়েছেন এই সাংসদ। ভিন্ন ধর্মে বিয়ে করায় ইসলামিক মৌলবাদীদের আক্রোশের মুখেও পড়েছেন তিনি। এবার নিজের ছবি আঁকার ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করে ইসলামিক মৌলবাদীদের নিশানায় সাংসদ নুসরাত।

সম্প্রতি গৌতম বুদ্ধের ছবি আঁকার একটি ভিডিও নিজের ইন্সটাগ্রাম একাউন্টে আপলোড করেন নুসরাত। অনেকে এর প্রশংসা করলেও ইসলামিক মৌলবাদীদের সমালোচনার মুখে পড়েন এই সাংসদ।https://www.instagram.com/reel/CIqob56Hy4A/?igshid=fecgtldyz91a
মুহূর্তের মধ্যেই ফেসবুক, ইনস্টাগ্রামে ভাইরাল হয়ে যায় এই ভিডিও। একদিকে প্রশংসা যেমন পেয়েছে তেমনি জুটেছে সমালোচনাও। সমালোচনাকারীদের দাবী ইসলামে যে কোন ছবি আঁকা হারাম, নুসরাত সেটাই করেছেন।

ভিন্ন ধর্মে বিয়ের সময় থেকেই নুসরাতকে বারবার ইসলামিক মৌলবাদীদের নিশানা হতে হয়েছে। রথ টেনে, অষ্টমীতে অঞ্জলি দিয়ে, মাথায় সিঁদুর পরা ছবি দিয়ে ইত্যাদি বিভিন্ন সময়ে সমালোচনা ও ফতোয়া সহ্য করেছেন নুসরাত। তৃণমূল সাংসদ হলেও, তৃণমূল দল হিসেবে কখনওই এসব ইস্যুতে নুসরাতের পাশে দাঁড়ায়নি। তবে এসব সমালোচনা ও ফতোয়ায় কখনওই বিব্রতবোধ করেননি সাংসদ নুসরাত।