৭১এর যুদ্ধ, পাকিস্তান বিজয়ের ৫০ বছরঃ ভারতের রিপাব্লিক ডে প্যারেডে থাকবে বাংলাদেশ সেনা

0
548

বঙ্গদেশ ডেস্ক:- ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে গভীর বিশ্বাস ও বন্ধুত্বের স্বাক্ষর স্বরূপ, বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেবে বলে লাইভমিন্টের রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

১৯৭১ সালের যুদ্ধে একদিকে ভারত অন্যদিকে স্বাধীনতাকামী তৎকালীন পূর্ব পাকিস্তান দুই ভূখণ্ডই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ইসলামিক পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিজয়ের পঞ্চাশতম বছর উদযাপন করতে বিশেষ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই যুদ্ধই পাকিস্তানকে দুটি ভাগে বিভক্ত করেছিল এবং নতুন রাষ্ট্র বাংলাদেশ তৈরি হয়েছিল। ভারতীয় সেনাবাহিনীর এই অভিযান, সামরিক ইতিহাসে সংক্ষিপ্ততম এবং দ্রুততম সাফল্যের উদাহরণগুলির মধ্যে অন্যতম হিসাবে চিহ্নিত হয়ে আছে।

বাংলাদেশ তৈরি হওয়া ছাড়াও, ভারতের জয়ে পাকিস্তানের তৎকালীন সেনাপ্রধান জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজী তার ৯৩,০০০ পাকিস্তানী সেনাসহ ভারতীয় সেনা ও মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল।

২৬ জানুয়ারী, ভারতের ৭২ তম প্রজাতন্ত্র দিবস একইসঙ্গে ৭১ -এর যুদ্ধেরও পঞ্চাশ বছর পূর্তিও। এই ঐতিহাসিক মুহুর্ত ভারত উদযাপন করবে এমন সময়ে যখন জাতির সংবিধান কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে দেশ একটি স্বাধীন প্রজাতন্ত্রে রূপান্তরিত হয়।

এই বছরের প্যারেডে সম্ভবত স্বল্প দর্শক সমাগমের ব্যবস্থা থাকবে, বর্তমান COVID-19 মহামারী পরিস্থিতির কারণে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।