পড়ুয়ার অভাবে কটন বিশ্ববিদ্যালয়ে স্থগিত বাংলা বিভাগ

বঙ্গদেশ ডেস্ক:আসামের ঐতিহ্যবাহী কটন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ার অভাবে বাংলা অনার্স স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল। গত ২০ এপ্রিল একটি বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বিগত তিন বছর ধরে বাংলা বিভাগে পড়ুয়া সংখ্যা অত্যন্ত কমে যাওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। উচ্চ মাধ্যমিকে নূন্যতম ৬০ শতাংশ নম্বর না পেলে এই বিশ্ববিদ্যালয়ের অধীনে অর্নাসে আবেদন গৃহীত হবে না। এই নিয়ম চালু হতেই পড়ুয়ার সংখ্যা কমতে শুরু করেছে।

এই বিষয়ে কটন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক প্রশান্ত চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অনেক সংবাদ মাধ্যম চক্রান্ত করে ভুয়ো খবর রটাচ্ছে যে কটন বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ উঠে গিয়েছে। কিন্তু বর্তমানে কটন বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ থেকে ২৫ জন স্কলার পিএইচডি করছে। শুধুমাত্র পড়ুয়ার অভাবে বাংলা অনার্স স্থগিত করা হয়েছে। তার অর্থ এই নয় যে, বাংলা বিভাগ প্রত্যাহার করা হয়েছে। তিনি আরও জানান, আগামী ২৫ শে বৈশাখ কটন বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের তরফে ধুমধাম করে রবীন্দ্র জন্মজয়ন্তী পালিত হবে।