কুমোরটুলির কালী মূর্তি স্থান পাবে ব্রিটিশ মিউজিয়ামে

বঙ্গদেশ ডেস্ক কুমোরটুলিতে ফাইবার দিয়ে তৈরি পাঁচ ফুট লম্বা মা কালীর মূর্তি এবার ১৯ মে থেকে ব্রিটিশ মিউজিয়ামে (British Museum) শোভা পাবে। এই মূর্তির কারিগর কৌশিক ঘোষ জানিয়েছেন, লন্ডনের এনআরআই বাঙ্গালীদের ক্যামডেন দুর্গা পূজা কমিটি (Camden Durga Puja – London Durgotsav Committee) প্রতিমা তৈরির জন্য ডিসেম্বরে যোগাযোগ করেন। কৌশিক ঘোষ দেড় মাস ধরে ৩৫ কেজি ওজনের এই কালী প্রতিমাটি তৈরি করেন।

ব্রিটিশ মিউজিয়াম নারী শক্তির ওপর একটি প্রদর্শনীর আয়োজন হতে চলেছে খুব তাড়াতাড়ি। বিশ্বজুড়ে নারী শক্তির সঙ্গে যুক্ত বিভিন্ন ভাস্কর্য, পবিত্র বস্তু এবং শিল্পকর্ম তুলে ধরা হবে এই প্রদর্শনীতে। কৌশিক বাবু জানান, প্রদর্শনীর থিমকে মাথায় রেখে প্রতিমা তৈরিতে উন্নত মানের ফাইবার ও রং ব্যবহার করা হয়েছে। প্রতিমার গায়ের অলঙ্কারগুলিতে সোনার প্রলেপ রয়েছে। ব্রিটেনে মিশরীয় দেবতা সেখমেত এবং গ্রীকের এথেনার সাথে মা কালীর এই মূর্তিটি প্রদর্শন করা হবে।

ব্রিটিশ মিউজিয়ামের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, এই প্রদর্শনীর মধ্যে দিয়ে প্রাচীনকাল থেকেই নারীর ক্ষমতায়নকে তুলে ধরা হবে। প্রজ্ঞা, আবেগ এবং যুদ্ধের আকাঙ্ক্ষা, ন্যায়বিচার এবং করুণা থেকে শুরু করে, বিশ্বজুড়ে নারীর আধ্যাত্মিক শক্তির অভিব্যক্তি প্রতিফলিত করতে ও বর্তমানে নারীত্ব এবং লিঙ্গ পরিচয়কে আমরা কীভাবে দেখি তা তুলে ধরা হবে ধরনের প্রথম প্রদর্শনীর মধ্যে দিয়ে এবং এই প্রথম এই ধরনের প্রর্দশনীর আয়োজন করা হয়েছে।