বারানসীর ধাঁচে কাটোয়ার দেবরাজ ঘাটে গঙ্গাবক্ষে প্রথম অনুষ্ঠিত হল গঙ্গা আরতি

বঙ্গদেশ ডেস্ক:বারাণসীর ধাঁচে কাটোয়ার গঙ্গা বক্ষে এই প্রথম বার মতো সন্ধ্যা আরতি প্রত্যক্ষ করলেন কাটোয়াবাসী । গতকাল সন্ধ্যায় কাটোয়ার দেবরাজ ঘাটে এই সন্ধ্যা আরতির আয়োজন করা হয়েছিল। কাটোয়া এবং তৎসংলগ্ন এলাকা থেকে প্রচুর জনসমাগম হয়েছিল আরতি দেখার জন্য।

জনসমুদ্র ভীড়ের চোটে দূর থেকে বহুজন আরতি দেখতে বাধ্য হন। অনেকে নিরাশ হয়ে ফিরেও যান। সোশ্যাল মিডিয়ায় আরতির ভিডিও শেয়ার করেছেন স্থানীয় বাসিন্দারা।

অনেকেই মন্তব্য করেছেন , ভারতীয় জনজীবনে নদীর একটি বিশেষ ভূমিকা রয়েছে। গঙ্গা নদীকে দূষণের হাত থেকে বাঁচাতে হবে। উৎসুক জনতার কেউ মন্তব্য করছেন , এমন সন্ধ্যা আরতি নিয়মিত হোক। প্রসঙ্গত উল্লেখ্য , বারানসী গেলেই দশাশ্বমেধ ঘাট , মনিকর্নিকা ঘাটে দর্শণার্থীরা ভীড় জমান সন্ধ্যা আরতি দেখতে। স্বাভাবিক ভাবেই কাটোয়ায় এমন আরতি দেখে আপ্লুত স্থানীয় বাসিন্দারা।