মাটি ফুঁড়ে শিবলিঙ্গ উঠে এল মুর্শিদাবাদের বেলডাঙায়

বঙ্গদেশ ডেস্ক:মুর্শিদাবাদের বেলডাঙা থানার সারগাছি এলাকায় মাটির তলা থেকে উদ্ধার হয়েছে একটি পাথরের শিবলিঙ্গ। উদ্ধারের পর থেকেই এই পুজোপাঠ করে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করার উদ্যোগ শুরু করে দিয়েছেন স্থানীয়রা। স্থানীয় লোকজনের দাবি, প্রায় দু’ফুট উচ্চতার পাথরের শিবলিঙ্গ এটি।

রবিবার সকালে সারগাছি এলাকায় চাষের জমির পাশে মাটির নীচে থেকে উদ্ধার করা হয়েছে বিরাট আকৃতির এই শিবলিঙ্গ। এই ঘটনায় ব্যাপক উদ্দীপনা ছড়িয়ে পড়েছে বেলডাঙা থানার সারগাছি এলাকায়। স্থানীয় বাসিন্দা অতুল ঠাকুর বলেছেন, ”আমার জমির পাশেই এই ঘটনা ঘটেছে। আমি সকালে জমিতেই কাজ করছিলাম। অনেকদিন ধরেই ভাবছিলাম এলাকায় একটি শিব মন্দির তৈরি হোক। শিব লিঙ্গ উদ্ধারের ঘটনায় আমরা আনন্দিত ও গর্বিত। খুব শিগগিরই পুজোর আয়োজন করা হবে।

স্থানীয় মানুষেরা দাবি করেছেন, রাস্তার পাশের জমির মাটি ফুঁড়ে উঠে এসেছে শিবলিঙ্গটি (Lord Shiva)। প্রায় দু’ফুট উচ্চতার পাথরের তৈরি শিবলিঙ্গ । স্থানীয় মানুষ দেখতে পেয়ে সেটি তুলে আনেন। মাটির তলা থেকে উঠে আসা শিবলিঙ্গ দেখতে ভিড় জমিয়েছে লোকজন। আনুষ্ঠানিকভাবে মন্দির প্রতিষ্ঠা করারও উদ্যোগ নিয়েছেন তারা। স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস,ঈশ্বরের আর্শীবাদেই শিবলিঙ্গটি এখানে এসেছে। শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে মন্দির নির্মাণের পরিকল্পনা শুরু হয়েছে।

শিবলিঙ্গ উদ্ধারের পরে এগিয়ে আসেন মহিলারা। আপাতত অস্থায়ী ছাউনি করে শিব লিঙ্গ রাখা হয়েছে। সেখানেই এলাকাবাসীর উদ্যোগে ফুল, শাঁখ, ঘণ্টা জোগাড় করে পুজো হয়েছে। যতদিন না পূর্ণাঙ্গ ভাবে মন্দির বা বেদি প্রতিষ্ঠা না করা হয়, ততদিন এখানেই নিয়মিত শিব লিঙ্গের সামনে পুজো-পাঠ চলবে বলেছেন গ্রামবাসীরা।