মনীশ শুক্লা খুনের তদন্তের নয়া মোড়, বিহার জেলে বন্দী সুবোধ সিংয়ের সঙ্গে যোগসাজশ

0
474

বঙ্গদেশ ডেস্ক: ব্যারাকপুরের বিজেপি নেতা মনীষ শুক্লা খুনের তদন্তে নতুন মোড়। মনীশ শুক্লা খুনের ঘটনায় গ্রেফতারকৃত নাসিরকে জিজ্ঞাসাবাদ করতেই সিআইডি-র হাতে নতুন তথ্য এসেছে। এই তথ্য মনীশ শুক্লা খুনের রহস্যের জট খুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই খুনের ঘটনায় বিহার এর সাথে যোগাযোগও খুঁজে পেয়েছে সিআইডি।

তদন্তের সূত্রে নাসিরের ফোনকলের রেকর্ড চেক করেছে সিআইডি। মনীশ শুক্লাকে খুনের ছয় মাস পূর্বে গোটা ঘটনার পরিকল্পনা করে নাসির। জিজ্ঞাসাবাদে জানা যায়, সেই সময়ে নাসির বাংলাদেশ থেকে বারংবার ফোনকলের মাধ্যমে বিহারের বেউড় জেলে বন্দী সুবোধ সিং এর সাথে যোগাযোগ করে এবং সম্পূর্ণ পরিকল্পনা করে। শার্প শুটারদের জন্য বিহার থেকেই অস্ত্র পাঠিয়েছিল সুবোধ সিং।

নাসিরের কথামতো সুবোধ সিং এর পাঠানো ছয় জন শার্প শুটার পুরো খুনের অপারেশনটি চালনা করে। জিজ্ঞাসাবাদে নাসির আরও বলে, যে শার্প শুটার যে অস্ত্রে দক্ষ তাকে সেই অস্ত্রই সাপ্লাই করেছিল নাসির। খুনের দিন ফোনকলের মাধ্যমে অন্তত কুড়িবার সুবোধ সিং ও নাসিরের যোগাযোগ হয়েছিল। ইতিমধ্যে ছয় শার্প শুটারের মধ্যে রোশন কুমার ও সুজিত রাইকে পাঞ্জাব থেকে গ্রেফতার করা হলেও বাকি চার শার্প শুটার এখনও অধরা। সিআইডি-র সন্দেহ এই যে বিহার,পাঞ্জাব ও উত্তর প্রদেশের এদের ভালো যোগাযোগ ও যাতায়াত থাকায় এই অঞ্চলগুলোর মধ্যেই কোন এক অঞ্চলে তারা গা ঢাকা দিয়ে থাকতে পারে। এই চার শার্প শুটারকে গ্রেফতার করার জন্য বিভিন্ন রাজ্যের পুলিশদের সাথে যোগাযোগও করেছে সিআইডি। তবে সিআইডি-র মতে, ধৃত নাসির মণ্ডলকে জেরা করলে আরও অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে।