বাঙ্গালী পরিচয়ে মেয়েদের পাচার, গ্রেফতার সাফিউল ইসলাম

বঙ্গদেশ ডেস্ক:প্রেমের জালে ফাঁসিয়ে মেয়েদের পাচার করতো সাফিউল ইসলাম ওরফে রাহুল সরকার । কখনও বা বিয়ে করে মেয়েদের পাচার করতো কিংবা বিক্রি করে দিতো। আর এসবই চলতো মিথ্যা পরিচয়ের আড়ালে । রাজ্যের একাধিক থানায় তার বিরুদ্ধে অভিযোগ থাকলেও এতদিন পুলিশ তার হদিশ পায়নি। কিন্তু শেষরক্ষা হলো না। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ , ভক্তিনগর খানা ও রায়গঞ্জ থানার যৌথ অভিযানে শেষ পর্যন্ত গ্রেপ্তার হল অভিযুক্ত।

ধৃতের নাম সাফিউল ইসলাম ওরফে রাজু । কোনো কোনো সময় সে নিজেকে রাহুল সরকার পরিচয় দিতো। আসামের কোকড়াঝাড়ের বাসিন্দা হলেও দীর্ঘদিন এই রাজ্যের একাধিক জেলায় সে থেকেছে।এমনকি সে কলকাতার সোনারপুরে দীর্ঘদিন ঘাঁটি গেড়ে বসে ছিল সাফিউল।

সাফিউল যুবতী মেয়েদের টার্গেট করে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ের প্রলোভন দিতো । তারপর পাচার বা বিক্রি করে দিতো অন্য রাজ্যে । এখনও পর্যন্ত শতাধিক মেয়েকে পাচার করেছে সাফিউল । বিভিন্ন সময় নাম বদলে মেয়েদের প্রেমের ফাঁদে ফেলেছে সে। এবারও সেই পাতা ফাঁদে নিজেই ধৃত । খবর পেয়ে সোনারপুর থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে পুলিশ।

সার্ভিল্যান্স টিম তার গতিবিধির উপর নজর রাখতে শুরু করে । রায়গঞ্জে একটি মেয়েকে প্রেমের জালে ফাঁসায় ধৃত । তার কথামতো মেয়েটি বাড়ি থেকে টাকা পয়সা , জামা – কাপড় নিয়ে বেরোয়। তারপর রায়গঞ্জ থানার সাহায্যে রাহুলকে আটক করে এসওজি ( SOG ) সঙ্গে আটক করা হয়েছে ওই মেয়েটিকেও। পরে মেয়েটিকে উদ্ধার করে বাড়ি ফেরার ব্যবস্থা করা হয় ।