বালোচ স্বাধীনতা সংগ্রামীদের হামলায় হত পাক হানাদার, পিছোবে চীনা প্রকল্প!

0
731

বঙ্গদেশ ডেস্ক:-পাক ISI-এর গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার বালোচ স্বাধীনতা সংগ্রামীরা দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বালুচিস্তান প্রদেশের প্যারামিলিটারি সেনা বাহিনী নিয়ে পাকিস্তানি তেল ও গ্যাস কর্মীদের একটি কনভয় চলছিল। সেখানে হামলা চালিয়ে ১৫ জনকে হত্যা করেছে বালোচ ট্রাইবালরা, গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছে, সামা নিউজের খবর।

অন্যদিকে আক্রমণটির কৃতিত্ব দাবি করেছে বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট, এরা একটি বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী গোষ্ঠী যারা কয়েক দশক ধরে এই অঞ্চলে কাজ করে আসছে।

টাইমস অব ইন্ডিয়ার খবর অনুসারে, দু’ই গোয়েন্দা কর্মকর্তার মতে, পাকিস্তানের তেল ও গ্যাস উন্নয়ন সংস্থার সাত কর্মচারী এবং এই কনভয় রক্ষা করার দায়িত্বে থাকা পাকিস্তানের ফ্রন্টিয়ার কর্পসের আট সদস্য নিহত হয়েছেন। কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে কথা বলছিলেন সামা নিউজের সাথে, কারণ তাদের গণমাধ্যমের সাথে কথা বলার অধিকার ছিল না। আরব সাগরে চীন দ্বারা বিকশিত করা গওয়াদার বন্দর থেকে কিছু দূরে ওরমারায় এই হামলা হয়েছিল। এই বন্দর বেইজিংকে মধ্য ও দক্ষিণ এশিয়ার সাথে সরাসরি সংযুক্ত করে। বহু বিলিয়ন ডলারের রোড অ্যান্ড বেল্ট প্রকল্পটির সাফল্যও এই চুক্তির উপরে নির্ভর করছে।

বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট এবং বেলুচিস্তান লিবারেশন আর্মি উভয়ই দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে কাজ করে, তারা নিজেদের স্বাধীনতার দাবিতে চাপ দেওয়ার জন্য নিরলস হামলা চালায়। এই অঞ্চলের বিহু সংখ্যক মানুষ আজও নিখোঁজ, কারণ পাক হানাদাররা। এই পাকিস্তানী হানাদার বাহিনীও বহু-বিলিয়ন ডলার চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের জন্যে নিয়েছে। রাস্তা থেকে বিদ্যুৎকেন্দ্র পর্যন্ত যাবতীয় প্রকল্প পাকিস্তানের গওয়াদারকে চীনের জিনজিয়াং প্রদেশের কাশগরের সাথে সংযুক্ত করবে।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী জামাল কামাল আক্রমণটিকে নিন্দা করে এটিকে ‘কাপুরুষোচিত সন্ত্রাসী আক্রমণ’ বলে অভিহিত করেছেন। তবে তিনি নামেই মুখ্যমন্ত্রী, আসলে পাক ISI এর একজন ক্রীড়নক মাত্র।