লাভ জিহাদিদের কড়া বার্তা! ধর্মান্তকরণ রুখতে গুজরাটে পাশ ‘লাভ জিহাদ’বিরোধী বিল

0
683

বঙ্গদেশ ডেস্ক: উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের পথে হাঁটল এবার গুজরাট। আরও এক বিজেপি-শাসিত রাজ্যে পাশ হয়ে গেল ‘লাভ জিহাদ’ বিরোধী বিল। এই বিলের বক্তব্য অনুযায়ী, জোর করে কাউকে ধর্মান্তরিত করে বিয়ে করলে ৫ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা ও সর্বোচ্চ ১০ বছরের জেল হতে পারে।
আগেই বলা হয়েছিল, রাজ্য বিধানসভায় চলতি বাজেট অধিবেশনেই পেশ করা হবে লাভ জিহাদ সংক্রান্ত এই বিল। ২০০৩ সালের একটি আইন ‘গুজরাট ফ্রিডম অফ রিলিজিয়ন অ্যাক্ট ২০০২’-এর সংশোধনী হিসেবে এই বিল পেশ করা হয়েছে। ‘ধর্ম স্বতন্ত্র বিল ২০২১’ নামের ওই সংশোধনীতে উল্লেখ করা হয়েছে, বিয়ের লোভ দেখিয়ে ধর্মান্তকরণ আটকাতেই এই বিলের প্রণয়ন।

ওই বিলে উল্লেখ করা হয়েছে, ধর্মান্তরিত করে বিয়ে করলে পাঁচ বছরের সাজা ও সর্বোচ্চ ২ লক্ষ টাকা জরিমানা ধার্য করা হতে পারে। মেয়েটি নাবালিকা কিংবা দলিত বা তফসিলি জাতির হলে ৪ থেকে ৭ বছরের জেল, সঙ্গে অন্তত ৩ লক্ষ টাকা জরিমানা করা হবে। আর যদি কোনও সংগঠন এই আইন ভঙ্গ করে, সেক্ষেত্রে দোষী ব্যক্তির ন্যূনতম ৩ বছর থেকে সর্বোচ্চ ১০ বছর অবধি সাজা হতে পারে। সেই সঙ্গে ৫ লক্ষ টাকা জরিমানাও করা হবে।

বৃহস্পতিবার দিনভর বিলটি নিয়ে বিভিন্ন রকম পর্যালোচনা হয়। তারপর তা পাশ হয়। যদিও বিলটির বিপক্ষে ছিল রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেস। বিরোধী দলনেতা পরেশ ধনানি বলেন, ”ভালবাসায় কোনোরকম প্রাচীর হয় না। কোনও ধর্ম কিংবা জাতিও থাকে না। এটা এক অনুভূতির ব্যাপার। তাকে আটকানো উচিত নয়। অনুভূতিকে কেউই আটকে রাখতে পারে না।”

প্রসঙ্গত, দীর্ঘ সময় ধরেই ‘লাভ জিহাদ’-র বিরুদ্ধে সরব বিজেপি নেতৃত্ব। ইতিমধ্যেই উত্তরপ্রদেশ, কর্ণাটক, মধ্যপ্রদেশ বা উত্তরাখণ্ডে ধর্মান্তরকরণ বিরোধী আইন পাশ করেছে। সেই পথে এবার এগিয়ে গেল গুজরাট সরকার।