তানিষ্ক নিয়ে ভুয়ো খবর সম্প্রচার কি NDTV-র ভারতে বিশৃঙ্খলা সৃষ্টির প্রয়াস?

0
838

বঙ্গদেশ ডেস্ক:- তানিষ্কের বিতর্কিত বিজ্ঞাপনের লাভ জিহাদ ইস্যু নিয়ে দেশ এখন সরগরম। এর‌ইমধ্যে সর্বভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি গুজরাটের গান্ধীরামে তানিষ্কের শোরুম উত্তেজিত জনতার দ্বারা আক্রান্ত এই মর্মে একটি খবর প্রচার করে। পরে প্রমাণিত হয়েছে খবরটি সর্বৈব ভুয়ো এবং সেই অভিযোগে এনডিটিভির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

অপ‌ইন্ডিয়া রিপোর্ট করেছে, গয়না নির্মাতা সংস্থা তানিষ্কের বিতর্কিত বিজ্ঞাপনের জেরে বিক্ষুব্ধ জনতা গুজরাটের গান্ধীধামের তানিষ্কের একটি শোরুমে হামলা চালিয়েছে, এমন একটি ভুয়ো খবর সম্প্রচারের অভিযোগে নিউজ চ্যানেল এনডিটিভির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ১৫৩ ক এবং ৫০৫ ধারায় দায়ের এফ‌আইয়ার দায়ের করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, কুচ(পূর্ব) থানার পুলিশ এফআইআর দায়ের করেছেন।

ভারতীয় সংবিধানের ১৫৩ ক ধারায় বলা হয়েছে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা ধর্ম, বর্ণ, জন্মস্থান, বাসস্থান, ভাষা ইত্যাদির উপর ভিত্তি করে যে নির্দিষ্ট গোষ্ঠী বা শ্রেণীর বা ধর্মের প্রতিষ্ঠাতা ও প্রচারকদের ওপর আক্রমণ শানালে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এটির আরেকটি উদ্দেশ্য হল বিভিন্ন ধর্ম, বর্ণ, ভাষা বা আঞ্চলিক গোষ্ঠী বা সম্প্রদায়গুলির মধ্যে সম্প্রীতি বজায় রাখা। কোনো পরিস্থিতিতে যদি উপরোক্ত বিষয়গুলোর মান্যতার ক্ষেত্রে অন্যথা লক্ষ করা যায় যা জনসাধারণের শান্তিকে বিঘ্নিত করে তাহলে সেই ব্যক্তি বা গোষ্ঠীকে শাস্তি প্রদান করা হয়।

সূত্রের খবর, এনডিটিভি ১৪ ই অক্টোবর একটি খবর সম্প্রচার করে যেখানে বলা হয়, গুজরাটে তানিষ্কের শোরুমে ‘হামলা করা হয়েছে’ এবং শোরুমের ম্যানেজারকে জোর করে বিতর্কিত বিজ্ঞাপনের জন্য ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে।

জানা গিয়েছে, এর কয়েক মিনিটের মধ্যেই এনডিটিভি কর্তৃপক্ষ টিভির পর্দায় একটি ভিডিও সম্প্রচার করে যেখানে চ্যানেলের‌ই একজন রিপোর্টার দাবি করেন ১২ই অক্টোবর সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের যে অংশ বিতর্কিত বিজ্ঞাপনের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিল তাদের কয়েকজন শোরুমে এসে ভাঙচুর করে।

বিশেষজ্ঞদের মতে, আপনি যখন শুনতে পাবেন শোরুমে হামলা হয়েছে, তখন স্বাভাবিকভাবেই আপনার মনে হবে যে শোরুম এবং তার কর্মচারীদের উপর নিরবচ্ছিন্ন সহিংসতা প্রকাশ করা হয়েছে এবং তার জেরেই, কর্তৃপক্ষ ক্ষমা চাইতে বাধ্য হয়েছিল।

কিন্তু জানা গিয়েছে, এর ঠিক কিছুক্ষণের মধ্যেই এনডিটিভির সম্প্রচারিত খবরটি যে ভুয়ো তা ধরা পড়ে যায়‌। কারণ দেখা গিয়েছে, ডাঃ নীল নামের একজন নেটিজেনের সঙ্গে কথোপকথনের সময় স্টোরের ম্যানেজার বলেছেন যে, তার স্টোরে কোনোরকম হামলার ঘটনা ঘটেনি। পরবর্তীতে পুলিশের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে যে তানিষ্কের শোরুমে কোনও বিক্ষোভের ঘটনা ঘটেনি। খবরে বলা হয়েছিল, উত্তেজিত জনতা শোরুমের মালিককে ক্ষমা চাইতে বাধ্য করে। কিন্তু বাস্তবে দেখা যায় সেখানে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। এমনকি স্টোর মালিক‌ স্বয়ং জানান, শোরুম সম্পূর্ণ নিরাপদ এবং সেখানে কোনোরকম আক্রমণ করা হয়নি।

জানা গিয়েছে, এনডিটিভি চারবার চাররকম খবর সম্প্রচার করেছে। প্রথমে বলেছিল যে শোরুম আক্রমণ করা হয়েছে। তারপরে বলা হয়, উত্তেজিত জনতা শোরুমে বিক্ষোভ করে। তৃতীয়বার বলা হয়, উত্তেজিত জনতা ক্ষমাপ্রার্থনার জন্য একটি মুচলেকা লিখিয়ে নিয়েছে। এবং শেষবারে বলা হয়, কর্তৃপক্ষের কাছে থ্রেট কল এসেছিল।

মিডিয়ার একাংশের বক্তব্য, এনডিটিভির উদ্দেশ্য ভীষণ পরিষ্কার – একটি সাম্প্রদায়িক বিভেদ তৈরি করা এবং সাম্প্রদায়িক অনুভূতিতে আঘাত করাই ছিল মূল লক্ষ্য। ভালো করে ভেবে দেখুন, যখন‌ই কোনো জনসমাবেশ এবং হামলার খবর পাওয়া যায়, তখন বাদী এবং বিবাদী উভয় পক্ষই উত্তেজিত হয়ে পড়ে এবং সেখান থেকেই সাম্প্রদায়িক বিভেদের সম্ভাবনা দ্রুত বেড়ে যায়। এইজন্যই বলা হয়, এই জাতীয় খবর সম্প্রচার করার আগে অবশ্যই এই খবরের সত্যতা পুরোপুরি যাচাই করে নিতে হবে কারণ এ জাতীয় ভুয়ো খবর সেই অঞ্চলের আইনশৃঙ্খলা‌য় ব্যাঘাত ঘটাতে পারে এবং সেই কারণেই এনডিটিভির বিরুদ্ধে যে এফআইআর দায়ের করা হয়েছে সেটি যৌক্তিক পদক্ষেপ। গুরুত্বপূর্ণ বিষয়বস্তু নিয়ে এনডিটিভি ছেলেখেলা করেছে এবং ভুয়ো খবর প্রচার করে বিভ্রান্তি সৃষ্টি করেছে।

এবিষয়ে গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী এনডিটিভির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছেন। বিতর্কিত ‘লাভ জিহাদ’ বিজ্ঞাপনের পরে কুচের গান্ধিধামের তানিষ্ক শোরুমে হামলা করা হয়েছে বলে ভুয়ো খবর সম্প্রচার করা হয়। এই ভুয়ো খবরের উপর নজর রেখে গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী প্রদীপসিংহ জাদেজা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একটি মামলা নথিভুক্তসহ এই ভুয়ো খবর যারা ছড়িয়ে দিয়েছিল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জাদেজা ১৪ ই অক্টোবর ট্যুইট করে জানান, “এনডিটিভি দ্বারা কুচের গান্ধিধামে একটি শোরুমে হামলার খবর সম্পূর্ণ ভুয়ো। গুজরাটের আইন-শৃঙ্খলা ও সহিংসতা প্ররোচিত করার পক্ষে এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত প্রচেষ্টা। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মামলা দায়েরের পাশাপাশি যারা এই ভুয়ো খবর ছড়িয়ে দিয়েছিল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলেছি।”