হিন্দুদের উপরে আবারও হামলা পাকিস্তানের সিন্ধে, এক যুবক আহত, তিন ব্যবসায়ী গুলিবিদ্ধ

0
516

বঙ্গদেশ ডেস্ক:- সংখ্যালঘু হিন্দুদের উপরে আবারও হামলা পাকিস্তানের সিন্ধে। গত শুক্রবার পাকিস্তানের মানবাধিকারকর্মী রাহাত অস্টিন সিন্ধের উমারকোট থেকে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, একজন হিন্দু ছেলেকে বিক্ষুব্ধ মুসলিম জনতা নির্মমভাবে নির্যাতন করছে।

ভিডিওতে স্পষ্টই দেখা যাচ্ছে, ছেলেটিকে চারপাশ থেকে ঘিরে ধরেছে একদল ক্রুদ্ধ জনতা। তারা ছেলেটির চুল ধরে ছিঁড়ে দিচ্ছে এবং তাকে একটানা থাপ্পড় মেরে চলেছে। একজন হামলাকারী তাকে তার জ্যাকেট দিয়ে চাপা দিয়েছিল, অন্যজন তার মাথা নীচে টেনে ধরেছে।

রাহাত অস্টিন টুইট করেছেন, “মুসলিম পাড়া উমারকোট, সিন্ধের পাকিস্তানে হিন্দু যুবককে ব্যাপকভাবে মারধর করা হচ্ছে। গতকাল একই এলাকায় হিন্দুদের দোকানে হামলা করা হয়েছিল। সেখানে ৩ জন হিন্দু ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন। মুসলমানরা হিন্দুদের সম্পত্তি দখল করতে চাইছে ও তাদের শহর ত্যাগ করার জন্য বলেছে। পরিস্থিতি দিনদিন আরও খারাপ হচ্ছে। ”

অস্টিনের পোস্ট করা টুইট থেকে জানা যাচ্ছে অন্য একটি ঘটনায় ইসলামপন্থীরা, সিন্ধ উমরকোটের আইশা মার্কেটে মুসলিম অধ্যুষিত পাড়ায় তিনজন হিন্দু ব্যবসায়ীকে আক্রমণ করে। ভুক্তভোগীরা হল রাজা মলহী, আনন্দ ও অশোক মালি। তারা গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছে বলে শোনা যাচ্ছে।

ইসলামপন্থীদের দ্বারা কাফেরদের সম্পত্তি দখলের বিপদকে তুলে ধরে তিনি জানিয়েছিলেন, “অমুসলিমদের সম্পত্তিগুলি বেশিরভাগ পাকিস্তানীই লুঠ হিসাবে বিবেচনা করে। তাই তারা এগুলিকে কোনো না কোনোভাবে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।”

প্রসঙ্গত উল্লেখ্য, রাহাত অস্টিন সোমবার জানিয়েছিলেন, পাকিস্তানের সিন্ধুতে ভিল সম্প্রদায়ের হিন্দুদের বাড়িতে ইসলামপন্থীরা হামলা ও লুটপাট করেছে। পাকিস্তানের ভিল সম্প্রদায় অত্যন্ত প্রান্তিক শ্রেণীর মানুষ এবং আর্থ-সামাজিকভাবেও তারা পিছিয়ে রয়েছে। তিনি জানিয়েছিলেন, মুহাম্মদ আসলাম ও আশেপাশের কয়েকজন লোক ওই অঞ্চলে বসবাসরত দরিদ্র হিন্দুদের উপর নির্যাতন চালিয়েছিল এবং তাদের বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য করেছিল। এভাবে হামলা অব্যাহত থাকলে পাকিস্তান অচিরেই হিন্দুশূন্য হবে।