দুর্গাপুজো নিয়ে ভুয়ো মেসেজ ছড়ানোর অভিযোগে গ্রেফতার ২

0
536

কলকাতা: গত পরশুদিন দুর্গাপুজো নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি মেসেজ ঘুরছিল। যেখানে দুর্গাপুজো নিয়ে নানারকম বিধিনিষেধের কথা উল্লেখ ছিল। গতকালই মুখ্যমন্ত্রী পরিষ্কার করে বলে দেন, যে এই মেসেজটি ফেক। দুর্গাপুজো সংক্রান্ত রাজ্য সরকারের পক্ষ থেকে এরকম কোনও নির্দেশিকা দেওয়া হয়নি।পুলিশের পক্ষ থেকে পোস্ট দিয়েও ব্যাপারটি পরিষ্কার করে দেওয়া হয়। আর আজ এই ফেক মেসেজ ছড়ানোর জন্য দুইজনকে গ্রেফতার করল পুলিশ৷

বরাহনগর ও সোদপুর ঘোলা এলাকা থেকে ওই দু’জনকে গ্রেফতার করা হয়েছে। রাজু বিশ্বাস ও প্রভুজিৎ আচার্য নামে দুই ব্যক্তিকে আজ আদালতে তোলা হয়। দুর্গাপুজো বিষয়ক একটি নির্দেশিকা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ঘুরছিল। সেই গুজব ছড়ানোর অভিযোগে তাদের ধরা হয়েছে।

মঙ্গলবার রাতে তাদের ধরা হয় বলে খবর। তাদের রাজনৈতিক পরিচয় জানানো হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল এই বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন। নাম প্রকাশ না করেই বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন তিনি। ধর্ম নিয়ে রাজনীতি করা হচ্ছে। রাজ্য সরকারের বিরুদ্ধে প্ররোচনা দেওয়া হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। একাধিক অভিযোগ বিজেপির বিরুদ্ধে তোলা হয়েছে। ধৃতরা ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে শেয়ার করেছিলেন।

সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে একটি নির্দেশিকা ভাইরাল হয়েছিল। সরকারি নির্দেশিকা হিসেবে সে কথা জানানো হয়। এবারে দুর্গাপুজোর একাধিক নিষেধাজ্ঞা জারি হয়েছে। সপ্তমী থেকে একাদশী পর্যন্ত বিকেল পাঁচটা থেকে পরদিন ভোর চারটে পর্যন্ত নাইট কারফিউ থাকছে রাজ্যে। ৫ জনের বেশি মণ্ডপে প্রবেশ করা নিষেধ। সন্দেহ হলেই যে কোনও ব্যক্তির করোনা ভাইরাস টেস্ট করানো হবে। বিসর্জন এবার হবে না। পুরসভার কর্মীরা মণ্ডপের বাইরে রাখা প্রতিমাকে গঙ্গার ঘাটে নিয়ে যাবেন বিসর্জনের জন্য।

এইসব বক্তব্যে ভরা নির্দেশিকা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভাইরাল হয়। কলকাতা ও রাজ্য পুলিশের পক্ষ থেকে একে গুজব বলে জানানো হয়েছিল। কোনও মানুষ যাতে এই নির্দেশিকা শেয়ার না করেন, সেজন্য বার্তা দেওয়া হয়। মঙ্গলবার বিকেলে মুখ্যমন্ত্রী মেজাজ হারিয়ে ফেলেন। মুখ্যমন্ত্রী বলেন, “মহরমের জন্য একটা সিস্টেম আছে, ইদ মোবারকের জন্য একটা সিস্টেম আছে, তেমনই আমাদের বাংলার দুর্গাপুজো একটা জাতীয় উৎসব। এই উৎসব নিয়ে যাঁরা বড় বড় কথা বলছেন, আর মানুষ মানুষে দাঙ্গা করার কথা বলছেন, তাঁরা রেহাই পাবেন না। আমি পুুলিশকে বলছি, যেখানে ভুয়ো খবর ছড়িয়েছে, তাঁদের কান ধরে ১০০ বার ওঠবোস করাবেন, এটা আমি দেখতে চাই।”