আত্মনির্ভর ভারতের দেশীয় স্টার্ট-আপগুলোকে এক হাজার কোটি টাকা বরাদ্দ ঘোষণা প্রধানমন্ত্রীর

0
520

বঙ্গদেশ ডেস্ক: করোনা আবহে বিশ্বের নামীদামী সংস্থাগুলো আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। উল্লেখযোগ্যভাবে তলানিতে ঠেকেছে বিশ্ব অর্থনীতির গ্রাফ। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রভূত উন্নতি করেছে ভারতের স্টার্ট আপগুলো। শুধু সংখ্যায় বৃদ্ধি পেয়েছে এমন নয়, স্থানীয় স্টার্ট আপগুলো যথেষ্ট সাফল্যলাভ‌ও করেছে। ডিজিটাল পেমেন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI কিংবা সোলার এনার্জি সেক্টর, ভারতীয় স্টার্ট অ্যাপগুলো অসাধারণ কাজ করেছে। ‘Prarambh: StartUpIndia International Summit’-এ বক্তব্য রাখতে গিয়ে শনিবার এই তথ্য তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি দেশে নতুন স্টার্ট আপগুলোকে সাহায্য করতে ১০০০ কোটি টাকার Start-Up India Seed Fund তৈরির ঘোষণাও করেছেন তিনি।

এই ভার্চুয়াল সামিটে ভারতের স্টার্ট আপ সংস্থাগুলোর প্রতিনিধি ছাড়াও উপস্থিত ছিলেন BIMSTEC গোষ্ঠীভুক্ত দেশগুলোর প্রতিনিধিরাও। সেখানেই প্রধানমন্ত্রীর গলায় ঝরে পড়েছে দেশীয় স্টার্ট আপ সংস্থাগুলোর প্রশংসা করেন। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের নানান পরিকল্পনার কারণে যে দেশের স্টার্ট আপগুলো অনেকাংশে সুবিধা পেয়েছে, সেকথাও জানিয়েছেন তিনি। এছাড়া আগে যেখানে লোকজন চাকরির পিছনে ছুটতেন, সেখানে এখন অনেকেই নিজের স্টার্ট আপ খোলার ব্যাপারেই অনেকটাই আগ্রহী।

মোদীর কথায়, “ভারত বিশ্বের বৃহত্তম স্টার্ট আপ ইকো সিস্টেমগুলোর মধ্যে অন্যতম হয়ে উঠেছে। ভারতে এখনও অবধি ৪১ হাজারের কাছাকাছি স্টার্ট আপ বিদ্যমান রয়েছে। এর মধ্যে আইটি সেক্টরে রয়েছে ৫৭০০টি, স্বাস্থ্য ক্ষেত্রে ৩৬০০টি এবং কৃষিক্ষেত্রে ১৭০০টি স্টার্ট আপ বিদ্যমান। এই স্টার্ট আপ গুলোর জন্য‌ই দেশের ব্যবসাক্ষেত্রের চিত্রটা অনেকাংশে বদলে গিয়েছে। আগে লোকজন স্টার্ট আপের নাম শুনলে পালটা প্রশ্ন ছুঁড়ে দিত, চাকরি কেন করবে না? উল্টে এখন তাঁরাই বলে, চাকরির বদলে কেন স্টার্ট আপ খুলছ না কেন? এখন ডিজিটাল পেমেন্ট হোক অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা সোলার এনার্জি সেক্টর- যেকোনও ক্ষেত্রেই গোটা দেশ বলে, এটা আমরাই করতে পারব।”

এ দিন তিনি ঘোষণা করেন নয়া এই তহবিলের কথা। যেখানে দেশের স্টার্ট-আপ গুলোর উন্নতির জন্য কেন্দ্র এক হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মোদী বলেন, “of the youth, by the youth, for the youth-আমরা এই মন্ত্রের উপর ভিত্তি করেই একটি নতুন স্টার্ট আপ সিস্টেম তৈরির চিন্তা ভাবনা করেছি। এজন্য কেন্দ্র Start-Up India Seed তহবিলে ১০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।”