‘রাজনীতি করবেন না’, রাহুল গান্ধীকে বললেন আহত জওয়ানের পিতা

0
601

বঙ্গদেশ ডেস্ক: লাদাখে ভারত-চীন সংঘর্ষের ঘটনার পর থেকেই রাহুল গান্ধী সেনামৃত্যু নিয়ে সরকারকে বিঁধতে শুরু করেছিলেন। গালওয়ান উপত্যকায় সেনামৃত্যুর দায় সম্পূর্ণরূপে মোদী সরকারের ওপর চাপিয়ে সোশ্যাল মিডিয়ায় মোদী বিরোধী ঝড় তুলতে চাইছিলেন তিনি। এবার কংগ্রেস সাংসদকে কড়া বার্তা দিলেন লাদাখে আহত জওয়ান সুরেন্দ্র সিং-এর বাবা বলওয়ান্ত সিং। বললেন ‘ভারতীয় সেনা যথেষ্ট শক্তিশালী, ক্ষমতা রাখে চীনকে নাস্তানাবুদ করার। রাহুল আপনি দয়া করে এটাকে নিয়ে রাজনীতি করবেন না।’

এর আগে শুক্রবার বলওয়ান্ত সিং-এরই একটি ভিডিও শেয়ার করেছিলেন সোনিয়া পুত্র। ক্যাপশনে লিখেছিলেন ‘প্রধানমন্ত্রীকে বাঁচাতে ভারত সরকারের পদস্থ মন্ত্রীদের মিথ্যের আশ্রয় নিতে হচ্ছে, এটা খুবই দুঃখের বিষয়। দয়া করে মিথ্যের মাধ্যমে আমাদের শহীদদের অপমান করবেন না।’

সেই ভিডিওতে বলওয়ান্ত সিং তাঁর নিজের ছেলের সাথে হওয়া সব কথা প্রকাশ করেছিলেন । ভিডিওতে তিনি বলছিলেন ‘হঠাত করে আমি আমার ছেলের ফোন পাই ৷ সে আমায় জানায় যে আপাতত লেহ-এর কোনো হাসপাতালে সে ভর্তি। ও বলেছিল ও আহত হয়েছে তবে এখন সুস্থ রয়েছে। ওরা সংখ্যায় মাত্র ৩০০-৪০০ জন ছিল যেখানে চীনাদের সংখ্যাটা ছিল ২০০০ -২৫০০ জন৷ চীনাদের হাতে ছিল রড, লাঠি। সেখানে ওরা(ভারতীয়রা) ছিল নিরস্ত্র, কোনোরকমে ভগবানের আশীর্বাদে বেঁচে গেছে। ছেলে জানিয়েছে তার হাতে-পায়ে চোটের পাশাপাশি মাথাতেও চোট লেগেছে। মাথায় ১০-১২ টা সেলাই করতে হয়েছে।’

এই ভিডিওটি শেয়ার করার একদিনের মধ্যেই রাহুলকে কড়া জবাব দেন লাদাখে আহত জওয়ান সুরেন্দ্র সিং-এর পিতা বলওয়ান্ত সিং। তিনি বলেন, ‘ভারতীয় সেনা এক শক্তিশালী সেনা, যা চীনকে পরাস্ত করার ক্ষমতা রাখে। রাহুল গান্ধী, আপনি দয়া করে এটাকে নিয়ে রাজনীতি করবেন না। আমার ছেলে সেনার হয়ে লড়েছে এবং ভবিষ্যতেও লড়বে।’

বলওয়ান্ত সিং-এর সর্বশেষ ভিডিওটিকে শেয়ার করেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একইসাথে তিনি রাহুল গান্ধীকে নিম্নমানের রাজনীতি না করার এবং দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার উপদেশ দেন।

১৫ই জুন লাদাখে ভারত-চীন সংঘর্ষের ঘটনার পর উত্তপ্ত গোটা দেশ। চীন দাবি করেছে যে গালওয়ান উপত্যকার পুরোটাই তাদের। তিনদিন ধরে দুইপক্ষের মধ্যে মেজর জেনারেল স্তরে আলোচনা চলেছে যার ফলে ভারতের ১০ জন জওয়ানকে ছেড়ে দিয়েছে চীন। শুক্রবার সর্বদলীয় বৈঠকও ডেকেছিলেন প্রধানমন্ত্রী। বৈঠকে তিনি গোটাদেশকে আশ্বস্ত করেছেন, ‘ভারতের এক ইঞ্চি জমিও দখল করেনি চীন’।