Monday, May 20, 2024
spot_img
Homeলাইফ স্টাইলঅর্থনীতিঅর্থনৈতিক মন্দার সময়ই জন্ম নেয় শ্রেষ্ঠ কোম্পানী

অর্থনৈতিক মন্দার সময়ই জন্ম নেয় শ্রেষ্ঠ কোম্পানী

বঙ্গদেশ নিজস্ব প্রতিবেদন: দ্বিতীয় মহাযুদ্ধের পরে আজ পৃথিবী মহামন্দার সম্মুখীন। ওয়ার্ল্ড ব্যাঙ্কের পর্যবেক্ষণ মোতাবেক বিশ্ব অর্থনীতি এ বছর ৫.২% হ্রাস পাবে। বহুদিন পরে অর্থনীতি আজ হ্রাসের সম্মুখীন। এমতাবস্থায় উদ্যোগপতিরা নিজ নিজ কোম্পানীর স্বাস্থ্যের ও ভবিষ্যতের কথা ভেবে চিন্তিত। কিন্তু মজার কথা হল অর্থনৈতিক মন্দার সময়ই অনেক বিখ্যাত কোম্পানীর জন্ম হয়েছে। এ যেন ঠিক গ্রীক পুরাণের ফিনিক্স পাখীর গল্প। মৃত্যু আসার ঠিক আগেই ফিনিক্স পাখি নিজের বাসা নিজেই আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। আর তীব্রভাবে দগ্ধীভূত এই পাখীর ভস্ম থেকেই জন্ম নেয় নতুন জীবন, নতুন ফিনিক্স পাখী।

বিবিসি-র প্যাডরাইগ বেল্টন বহু উদাহরণ দিয়েছেন। ১৯০৭ সালে  আমেরিকায় এক ফিনান্সিয়াস ক্রাইসিস এসেছিল। সেই মন্দার সময় ১৯০৮ সালে জেনারেল মোটর্স নামক এক কোম্পানীর জন্ম হয়। এই কোম্পানীটি আজ পৃথিবীর সর্বসেরা কোম্পানীগুলির একটি। বার্গার কিঙ্গ নামক বিখ্যাত রেস্তোরাঁ গোষ্ঠীর সূচনা হয় ১৯৫৩ সালে যখন আমেরিকায় আবার ছিল মন্দা। সি এন এন শুরু হয় ১৯৮০ সালে (একটি অর্থনৈতিক মন্দার কাল)। এয়ার বি এন বি নামক সুলভে হোটেল সন্ধানের কোম্পানীটি যা পর্যটক মহলে অতীব সমাদৃত শুরু হয়েছিল সাব প্রাইম ক্রাইসিস যখন মধ্যগগনে, ২০০৮ সালে।

কারণস্বরূপ বলা যেতে পারে যখন অর্থনীতি সমস্যাকীর্ণ তখন কোম্পানী চালাতে গেলে সঠিক কর্মপন্থা নেওয়া ছাড়া অন্য রাস্তা থাকে না। ফলে কোম্পানীর পরিচালনা সম্যকরূপে হয়। ইতিমধ্যেই আমেরিকায় উদ্যোগপতি হবার জন্য বিপুল সাড়া দেখা যাচ্ছে। যদিও বিশেষজ্ঞদের ধারণা এই সাড়ার কারণ চাকুরীর অপ্রতুলতা। চাকুরীজীবীরা চাকুরী খুইয়ে নতুন উদ্যোগ শুরু করা ছাড়া অন্য কোন রাস্তাও দেখছেন না।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোণা পরবর্তী বিশ্বে আত্মনির্ভরতার বার্তা দিয়েছেন এবং নতুন উদ্যোগ গড়ে তুলতে বলেছেন। এই বার্তা ইতিহাস-গত বিচারে অলীক নয় যদি মন্দার সময়ই শ্রেষ্ঠ কোম্পানীগুলির জন্ম হয়।

অন্য এক খবরে বৃটেনের সর্ববৃহৎ জ্বালানি বিক্রিকরী সংস্থা বৃটিশ পেট্রোলিয়াম পুনে শহরে এক নতুন বিজনেস সেণ্টার খুলবে ঠিক করেছে। পরের বছন জানুয়ারীর মধ্যেই এই সেণ্টারটি কর্মক্ষম হয়ে উঠবে আশা করা হচ্ছে। এতে প্রায় ২,০০০ ব্যক্তির কর্মসংস্থান হবে।

 

বঙ্গদেশ বারবার চেষ্টা করছে মেইনস্ট্রিম মিডিয়াতে না আসা খবরগুলো আপনাদের সামনে আনার। আমরা আপনাদের খবর করি, আপনাদের কথা লিখি। আমাদের এই প্রচেষ্টা ভালো লেগে থাকলে ১০ থেকে ১০,০০০ যে কোন মূল্যের ডোনেশন দিয়ে বঙ্গদেশের পাশে দাঁড়াতে পারেন। আমাদের আরও ভালো কাজ করার জন্য উৎসাহ দিতে পারেন। ধন্যবাদ।

Most Popular