Monday, May 20, 2024
spot_img

২০ জুন

 

সলতে পাকানো চলছিল অনেক দিনই;

ভূমিক্ষয় বোঝা এতোই সহজ নয়!

বুঝেছিল ইংরেজ

মাথাগোনা রাজনীতির সহজ উর্বরতা!

জনগণনার হাত ধরে বুঝেছিল,

এ বাংলা ভাগে ভাগে সমান সমান প্রায়!

শুধু অনুঘটকের কাজটাই বাকি …

 

প্রথম চালটা এলো উনিশের পাঁচে –

বঙ্গভঙ্গ!

পুবের আকাশে সবুজের ঘনঘটা;

দাঙ্গারও হাতেখড়ি হলো ঘরে ও বাইরে!

যে বাঙালি ঘৃণায় ফেরাতো চোখ গো-মাংসে,

তাই হলো রাজনীতির প্রথম বলি!

তার হাত ধরে এলো গো-জবাই, হরিশ কুন্ডুর

কাছারি লুঠও; শেষে নারী-অত্যাচার!

রাখির বাঁধন হলো আলগা ভেতরে …

 

উনিশের বিশে অটোমানী খিলাফতে

বীজ হলো চারা;

দাঙ্গার স্ফুরণে বঙ্গভূমি হতবাক!

ফেরার পথও হলো বন্ধ …

রক্তের লবণ গন্ধে মাতোয়ারা বিভেদের বিষগাছ

পেয়ে গেল বাংলার শাসনক্ষমতা!

চল্লিশ দেখল দুর্ভিক্ষের হাড়জিরে কাতরানি,

‘ফ্যান দাও, ফ্যান দাও’; আর

দ্বিজাতি তত্ত্বের পাকিস্তানী-বাণী!

শেষে এলো শাসকের হাত ধরে ছেচল্লিশে

সরাসরি ‘ক্যালকাটা কিলিংস’

আর নোয়াখালী কোপ!

 

হা আমার, বাংলা মা!

দু’ভাগে গড়িয়ে গেল তোমার শরীর –

সাতচল্লিশের বিশ জুন  তুমি ভাগ হলে:

ধর্মে আর সংস্কারে,

গঙ্গা আর পদ্মার ঢেউয়ে,

আবহমানের ভূমি- পুবে আর পশ্চিমে …

 

বিশ জুনে শুরু হলো,

বাঙালির নতুন ভারত যাত্রা –

বিশ জুনে শুরু হলো,

বাঙালির মহাভারতীয় গাঁথা –

বিশ জুনে শুরু হলো,

বাঙালির পথচলা –

বুকের গভীরে তার আজন্ম-লালিত বঙ্গসত্তা …

 

বঙ্গদেশ বারবার চেষ্টা করছে মেইনস্ট্রিম মিডিয়াতে না আসা খবরগুলো আপনাদের সামনে আনার। আমরা আপনাদের খবর করি, আপনাদের কথা লিখি। আমাদের এই প্রচেষ্টা ভালো লেগে থাকলে ১০ থেকে ১০,০০০ যে কোন মূল্যের ডোনেশন দিয়ে বঙ্গদেশের পাশে দাঁড়াতে পারেন। আমাদের আরও ভালো কাজ করার জন্য উৎসাহ দিতে পারেন। ধন্যবাদ।

সুজিৎ রায়
সুজিৎ রায়
কবি, লেখক, নিবন্ধকার, গণসমাজ ভাষ্যকার, রিসার্চ অ্যানালিস্ট। 'নুড়ি-পাথরের দিনগুলি' কাব্যগ্রন্থ। 'সোশিওলজি অফ মাদারহুড এ্যান্ড বিয়ন্ড' বইটির যৌথ-সম্পাদনা। ব্লগ http://drsujitroy.blogspot.com

Most Popular