দেবীস্তুতি

0
588

মুণ্ডমালা কোথার রে তোর
খড়গ কোথায় তীক্ষ্ণ ধার
সহস্রবার শৃগালরবে
কোথায় ভয়াল হুহুংকার

হাড়ির মেয়ে চণ্ডী নামে
কাত‍্যায়নের কন‍্যা সেই
মাতঙ্গীরও পিতার স্থানে
চণ্ডালরাজ মতঙ্গই

কোথায় রে তোর খর্পর আজ
উপচে পড়া রুধির ধার
কোথায় গেল আগুন নয়ন
ভয়াল সে লোলজিহ্বা তার

ইন্দ্রীরূপে বজ্রধারী
ব্রাহ্মণীতেও আছিস তুই
বারাহী যার তীক্ষ্ণ দাঁতে
তুই ছাড়া আর কিছুই নেই

মৃগেন্দ্র হয় বাহন যে তোর
গণ্ডে যাহার ধর্ম যম
শূলীর শূলে ঝলসে ভানু
অমোঘ শমন সে নির্মম

কৌমারী বা মাহেশ্বরী
শাকম্ভরীর অন্নদান
চণ্ডালিনী ভৈরবী বা
সিংহীরূপে রক্তপান

হাতের মুঠোর ছিন্ন শিরে
শোনিতধারায় রক্তস্নান
রক্তনয়ন আসবপানে
কুঠারফলায় মৃত‍্যুগান

রামের ধনুষ এবং বাণে
রাবণরাজের বাহুর বল
মৃত‍্যুরূপে ভয়ালরূপে
কিংবা মুখের তৃষ্ণাজল

ভৈরবেরে ধূমারূপে
তুইই করিস মৃত‍্যুগ্রাস
অন্নরূপে জীবনরূপে
তুইই আবার ফেরাস শ্বাস

পুরন্দরের স্বর্গভোগে
সেটাই ছিল ইচ্ছা তার
মহিষ পেল অভয়চরণ
অমৃততে কি দরকার

যার যেটুকু কাম‍্য ছিল
সেটাই তাকে দিস তুলে
যার যেরকম আধার ছিল
সেটাই তাকে দিস ঢেলে

তৃষ্ণা রূপে অন্নরূপে
মৃত‍্যুরূপেও তোর প্রকাশ
জীবনরূপে মরণরূপে
মুক্তিরূপেও তুই আকাশ

এক হাতেতে মৃত্যু দোলে
আরেক হাতে দুলছে শ্বাস
এক হাতেতে বরাভয় আর
অন‍্য হাতে চন্দ্রহাস

হুদুর নাচে জুতোর মালায়
প‍্যাডের ছবি তাতেও তুই
তোকে ছাড়া হয়না কিছুই
তুই ছাড়া আর কিছুই নেই