হবিগঞ্জে আওয়ামিলীগ নেতাদের নেতৃত্বে হিন্দু সম্প্রদায়ের ওপর ইসলামিক জনতার হামলা ও লুটপাট 

0
962

বঙ্গদেশ ডেস্ক:ইসলামিক বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও নির্যাতন অব্যাহত রয়েছে। সম্প্রতি ইসলামিক জনতার দ্বারা আরও একটি হিন্দু নির্যাতনের ঘটনা সামনে এসেছে। ঘটনাস্থল ইসলামিক বাংলাদেশের হবিগঞ্জ। হবিগঞ্জের এক হিন্দু সাংবাদিক সুশান্ত দাশগুপ্ত। ইসলামিক জনতা সম্প্রতি সুশান্ত দাশগুপ্তকে টার্গেট করে রাখে। তারই সূত্রে তারা সংঘবদ্ধ হয়ে স্থানীয় হিন্দু পাড়ায় হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এই সময়ে প্রায় ৮-১০ টি হিন্দু বাড়িতে হামলা ও লুটপাট চালায় স্থানীয় ইসলামিক জনতা। 

ঘটনার সূত্রপাত সুশান্ত দাশগুপ্তের আমার হবিগঞ্জ পত্রিকা থেকে। সুশান্ত তার এই পত্রিকার মাধ্যমে ইসলামিক বাংলাদেশে ঘটে যাওয়া হিন্দু নির্যাতনের ঘটনাগুলোকে তুলে ধরছে বহুদিন ধরে। এই কারণে সুশান্তের ওপর প্রবল আক্রোশ তৈরী হতে থাকে স্থানীয় ইসলামিক জনতার। তারই সূত্রে গত সোমবার দুপুর একটায় “সচেতন নাগরিক সমাজ” এর ব্যানারে সুশান্ত দাশগুপ্তের “দৈনিক আমার হবিগঞ্জ” পত্রিকাটি বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল বের করে।

সেই সময়ে হবিগঞ্জ যুবলীগের সভাপতি ও পৌর মেয়র আতাউর রহমান সেলিম এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহির নেতৃত্বে ইসলামিক জনতার এই মিছিলটি সুশান্তের শ্বশুর বাড়িতে প্রথমে হামলা চালায় এবং ভাঙচুর করে। এক পর্যায়ে তারা ঘরের আলমারি ভেঙে নগদ অর্থ, স্বর্ণালংকার, ব্যাঙ্ক চেক এবং বাড়ির মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। এরপর ইসলামিক জনতা স্থানীয় এলাকার অন্যান্য হিন্দু বাড়িতেও হামলা ও লুটপাট চালায়। পুরো ঘটনাটির নেতৃত্বে ছিল ক্ষমতাসীন আওয়ামীলীগের দুই নেতা আতাউর রহমান সেলিম এবং মহিবুর রহমান মাহি। পরে বিপুল পুলিশবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ছোঁড়ে এবং লাঠিচার্জ করে। পরবর্তীতে বিজিবির একটি দল এসে ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে পরিস্থিতি কিছুটে নিয়ন্ত্রণে রয়েছে।