ভারত বিশ্বের ‘ফার্মাসি’ হয়ে ওঠায় ‘অহঙ্কারী’ এঞ্জেলা ম্যার্কেলের ভারত বিরোধী প্রলাপ

0
789

বঙ্গদেশ ডেস্ক – করোনা ভাইরাস জনিত অভূতপূর্ব সংকটের মধ্যে, ইউরোপীয়ান কমিশন (ই.সি) বুধবার ২১ শে এপ্রিল, ব্রাসেলসে ভ্যাকসিনগুলির রফতানি ব্যবস্থা নিয়ে আলোচনায় বসেছিল। বৈঠকে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল দুঃখ প্রকাশ করে বলেছিলেন যে, তারাই ভারতকে বিশ্বের একটি বড় ওষুধ উৎপাদনকারী ক্ষেত্র হিসাবে প্রতিষ্ঠিত হবার সুযোগ দিয়েছিলেন। বিশেষ করে ইউরোপে যখন এই শিল্পে মন্দা চলছে।

তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন যে এখন কোভিড -১৯ এর কেস বৃদ্ধি পাওয়ায়, ‘ইইউরোপিয়ান ইউনিয়ান’ ভুক্ত দেশগুলি ভারত থেকে পর্যাপ্ত ওষুধের সরবরাহ পাবে না। অ্যাঞ্জেলা মার্কেল বলেছিলেন, “সত্য কথাটি হল, আমরা আমাদের ফার্মাসিউটিক্যাল শিল্পর দিকে অনেক বছর ধরে নজর দিইনি … আমি আনন্দিত যে এখনও আমাদের জার্মানি, হল্যান্ড, বেলজিয়ামে ফার্মাসিউটিক্যাল দ্রব্যের উৎপাদন কেন্দ্র রয়েছে।”

ভ্যাকসিনের ঘাটতির বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “আমাদের এখন ভারতের সঙ্গে এমন একটি ব্যবস্থা রয়েছে, যেখানে মহামারীর জরুরী পরিস্থিতিতে ওষুধের জন্যে প্রয়োজনীয় পণ্যগুলি এখনও আমাদের কাছে আসবে কিনা, তা নিয়ে আমরা উদ্বিগ্ন।”

এছাড়াও ম্যার্কেল সাবধান করে দিয়েছিলেন, “আমরাই ভারতকে প্রথম ইউরোপীয় ইউনিয়ানের পক্ষ থেকে এত বড় ওষুধ প্রস্তুতকারক দেশ হওয়ার সুযোগ দিয়েছিলাম, তবে এরপরেও সবটা মেনে নিতে হবে। কিন্তু এখন যদি তারা কাজে না আসে, তবে আমাদের সবটা পুনর্বিবেচনা করতে হবে।” নয়াদিল্লীকে লক্ষ্য করে তার এই মন্তব্যগুলি এমন একটা সময়ে উঠে এসেছিল যখন বিশ্বব্যাপী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত।