কংগ্রেস শাসিত রাজস্থানে গরুকে বিস্ফোরক দ্রব্য খাইয়ে মারার চেষ্টা, নীরব প্রশাসন

0
593

বঙ্গদেশ ডেস্ক:- গত জুনে বামশাসিত কেরলে বিস্ফোরকদ্রব্য মেশানো ফল খেয়ে গর্ভবতী এক হাতির মর্মান্তিক মৃত্যু দেখে স্তম্ভিত হয়েছিল গোটা দেশ। এবার রাজস্থানে (Rajasthan) বিস্ফোরকদ্রব্য খেয়ে গুরুতর জখম হল একটি গরু (Cow)। নৃশংসতার শিকার গরুটির অবস্থা সঙ্কটজনক। আহত গরুটিকে একটি পশু হাসপাতালে ভরতি করা হয়েছে। ইতিমধ্যে তার চিকিৎসা‌ও শুরু করা হয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী, তীব্র প্রতিবাদে মুখর গোরক্ষা কমিটিগুলিও।

ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে রাজস্থানের পালি জেলায়। গরুটিকে মেরে ফেলার অভিপ্রায় থেকেই বিস্ফোরকদ্রব্য খাওয়ানো হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে। গৌপুত্র সেনা, বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের তরফে এই ঘটনার সমালোচনা করে অপরাধীর দ্রুত শাস্তি দাবি করা হয়েছে। গৌপুত্র সেনা তরফে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে সিরিয়ারি থানায়। তদন্তকারী অফিসার বলেছেন, পুলিশ জোরদার তদন্ত শুরু করে দিয়েছে। অভিযুক্তকে খোঁজার কাজে পুলিশ সক্রিয়ভাবে কাজ শুরু করেছে। তিনি আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে।

রাজস্থানে গরুর এমন মর্মান্তিক পরিণতির কথায় জুন মাসের সেই দুঃখময় স্মৃতিচারণা শুরু করেছেন অনেকেই। মাত্র ১৫ বছর বয়সী কেরলের এক গর্ভবতী হাতি ভেলিয়ার নদীর জলে দাঁড়িয়ে যেভাবে মৃত্যু বরণ করেছিল, সেই স্মৃতি আজও পশুপ্রেমী তথা সংবেদনশীল মানুষের স্মৃতিতে টাটকা। এই ঘটনার কয়েক সপ্তাহ পরে হিমাচল প্রদেশেও এক‌ই ঘটনা ঘটেছিল। এক দুষ্কৃতী আটার তালের সঙ্গে বাজি মিশিয়ে খাইয়ে দিয়েছিল এক গরুকে। সেই গরুটিও গর্ভবতী ছিল। ওই ঘটনায় অবলা পশুটি‌ও গুরুতর জখম হয়েছিল।

সম্প্রতি নিষ্ঠুরতার এমন নজির বারবার সামনে আসা থেকে একটা জিনিস পরিষ্কার, মানুষের মানবিক গুণ ক্রমশ হারিয়ে যাচ্ছে । বিনা অপরাধে অবলা প্রাণীকে এভাবে কষ্ট দেওয়ার ঘটনায় বারবার প্রতিবাদে শামিল হয়েছে সংবেদনশীল মানুষ। কিন্তু এতদসত্ত্বেও যে হেলদোল হয়নি পিশাচদের, তা আবারও স্পষ্ট করে দিল রাজস্থানের মানুষ।

এই বর্বরচিত ঘটনায় দেশের সংবেদনশীল মানুষ প্রতিবাদে ফেটে পড়লেও রাজস্থানের কংগ্রেসের নেতা নেতৃবৃন্দের কাছ থেকে কোনোরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।