‘৭১-র গণহত্যা, হিন্দু গণহত্যা’: মুক্তিযোদ্ধা রাজ্জাক হাওলাদার

0
216

বঙ্গদেশ ডেস্ক: ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানের সশস্ত্র বাহিনী বাঙ্গালী হিন্দুদের গণহত্যা করেছিল।১৯৭১ সালের ২৬ ও ২৭ মার্চ, এই দু দিন রমনা কালী মন্দিরের পবিত্র ভূমি ঘিরে পাকিস্তানি সেনারা যে বিভীষিকার রাজত্ব তৈরি করেছিল তার‌ হৃদয় বিদারক কাহিনী ইতিহাসের পাতায় চিরদিন লেখা থাকবে। পবিত্র তীর্থভূমি রাতারাতি পরিণত হয়েছিল বধ্যভূমিতে। রমনা কালীমন্দিরের অধ্যক্ষ স্বামী পরমানন্দ গিরি সহ সেদিন সেখানে উপস্থিত ছিল প্রায় ১০০ জন নারী ও পুরুষ। তাদের নির্মমভাবে নির্বিচারে হত্যা করেছিল পাক সেনারা। এমনকি শিশুরাও রেহাই পায়নি পাক হানাদারদের হাত থেকে।

১৯৭১ সালের গণহত্যায় বাঙ্গালী হিন্দুরাই নির্যাতনের প্রধান ও প্রকৃত শিকার হয়েছিল, যা প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গ্যারী জে বাস তার বই ‘ব্লাড টেলিগ্রাম’-এ প্রমাণ করেছেন।যেটা এখন বাংলাদেশ, সেটা তখন পূর্ব পাকিস্তান ছিল। সেখানে ৭১ সালে মিলিয়ন মানুষকে হত্যা করা হয়েছিল। তার মধ্যে ৮০ শতাংশ হিন্দুকে খুন করা হয়েছিল। অন্যান্য গণহত্যার মতোই ওটাও ছিল একটি গণহত্যা।

এই ভয়াবহ গণহত্যাকে স্বীকার করে নিলেন মুক্তিযোদ্ধা রাজ্জাক হাওলাদার তিনি ক্যামেরার সামনে বলেছেন,১৯৭১ -র বাঙ্গালী হিন্দু গণহত্যা সর্বৈব সত্য। এই গণহত্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাঙ্গালী হিন্দুরা। পাক হানাদার বাহিনীর বর্বরতার শিকার বাঙ্গালী হিন্দুরা। পাকিস্তানি হানাদাররা হিন্দুদের ওপর প্রথম থেকেই বিরূপ ছিল কারণ ভারতবর্ষ সেই সময় বাংলাদেশকে সাহায্য করত তাই তারা বাঙ্গালী হিন্দুদের ওপর বিক্ষুব্ধ ছিল। তারা হিন্দুদের ইসলামে ধর্মান্তরিত করার জন্য বর্বরোচিত গণহত্যা চালিয়েছিল।