কৃষক আন্দোলন নিয়ে সরব কিন্তু নিজের সংস্থায় শিশুশ্রমিক নিয়োগের অভিযোগে নীরব রেহানা

0
688

বঙ্গদেশ ডেস্ক: রাজধানীতে চলমান তথাকথিত আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন পপস্টার রেহানা। এরপরই তাঁর ছলচাতুরির বিরুদ্ধে সরব হয়ে ওঠেন নেটিজেনদের একাংশ। কিন্তু এবার এই পপ তারকার সংস্থার বিরুদ্ধে জাতীয় শিশু সুরক্ষা কমিশনে অভিযোগ দায়ের করেছে এক স্বেচ্ছাসেবী সংস্থা। অভিযোগ করা হয়েছে, রেহানার প্রসাধনী সংস্থায় শিশু শ্রমিকরা কাজ করে।

শনিবার ঝাড়খণ্ডে স্বেচ্ছাসেবী সংগঠন লিগাল রাইটস অবজারভেটরি রেহানার প্রসাধনী ব্র্যান্ডের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। তাদের অভিযোগ, পপ তারকা রেহানার প্রসাধনী ব্র্যান্ড বিউটি ফেন্টি-র (Beauty Fenty) বিভিন্ন সামগ্রী তৈরিতে অভ্রর দরকার হয়। ঝাড়খণ্ডের বিভিন্ন খনি থেকে সেই অভ্র সরবরাহ করা হয়। আর সেই খনিতে বিপজ্জনক অবস্থায় কাজ করে শিশু শ্রমিকরা। এ বিষয়ে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের কাছে তদন্তের আবেদন জানিয়েছেন সংগঠনের কর্মকর্তা।

এ প্রসঙ্গে লিগাল রাইটস অবজারভেটরির কর্মকর্তা বিনয় যোশী জানান, জাতীয় স্বার্থের বিরুদ্ধাচরণ করলে তার ফল ভুগতে হবে। একইসঙ্গে তাঁর দাবি, বিউটি ফেন্টি-র জন্য সরবরাহ করা অভ্র খনিতে যে শিশু শ্রমিকরা কাজ করে না, তা নিশ্চিত করার মতো উপযুক্ত শংসাপত্র সংস্থাটির হাতে নেই।

প্রসঙ্গত, তথাকথিত অন্নদাতাদের আন্দোলনের খবর শেয়ার করেছিলেন রেহানা। ক্যাপশনে লিখেছিলেন, “কেন আমরা এই বিষয়ে নীরব। আমরা এ বিষয় নিয়ে কথা বলছি না কেন?” তারপরেই নেটদুনিয়ার একাংশের রোষানলে মার্কিন পপ তারকা রিহানা। এখন তার দ্বিচারিতা প্রকাশ্যে উঠে এসেছে যদিও এবিষয়ে মুখে কুলুপ এঁটে বসে আছেন পপ তারকা।