১৪ বছর পর মোহনবাগান ছেড়ে চার্চিলের পথে শিল্টন

0
412

বঙ্গদেশ ডেস্ক: সবুজ মেরুনের ঘরের ছেলে শিল্টন পাল এবার খেলবেন অন্য দলের জার্সি পরে৷ এবার তাঁর গায়ে উঠবে চার্চিল ব্রাদার্সের জার্সি৷ বৃহস্পতিবারই তাঁর সঙ্গে গোয়ার এই দলের চুক্তি চূড়ান্ত হয়েছে৷

মোহনবাগানের হয়ে গোলকিপার হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন শিল্টন৷ তার পর কেটে গিয়েছে ১৪ বছর৷ কখনও তিনি এক নম্বর গোলকিপার৷ কখনও আবার রিজার্ভ বেঞ্চে বসে দেখেছেন দলের হার-জিত৷

কখনও তিনি মোহন-জনতার নয়নের মনি হয়ে উঠেছিলেন৷ আবার কখনও তাঁর খারাপ পারফরম্যান্সের জন্য সমর্থকদের ক্ষোভের মুখে পড়েছিলেন৷ কিন্তু কখনওই তিনি দল ছাড়েননি৷ বরং চেয়েছিলেন মোহনবাগানের হয়ে ফুটবল কেরিয়ারে ইতি টানতে৷

যদিও এখন পরিস্থিতির বদল ঘটেছে৷ মোহনবাগের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে এটিকে৷ সেই দল এবার খেলতে চলেছে আইএসএলে৷ ফলে পরিবর্তিত পরিস্থিতিতে দল বদল ছাড়া অন্য কোনও উপায় ছিল না মোহনবাগানের দুই বারের আইলিগ জয়ী এই সদস্যের৷

সেই কারণেই এক মরসুমে মোহনবাগানের আইলিগ জয়ী দলের অধিনায়ক শিল্টন চললেন চার্চিল ব্রাদার্সের হয়ে খেলতে৷ আপাতত এক মরসুমের জন্য তিনি ওই দলে খেলবেন৷ প্রথমবারই তিনি চান গোয়ার এই দল আইলিগ চ্যাম্পিয়ন৷

তবে মোহনবাগান অন্তঃপ্রাণ এই ফুটবলারের মন কিন্তু পুরনো দলেই পড়ে৷ সেই কারণেই তিনি অবলীলায় সংবাদমাধ্যমকে বলতে পারেন যে, এবার মোহনবাগানকে তিনি আইএসএল চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চান৷