ভারতের পক্ষে টুইটের জন্য লতা-শচীনের বিরুদ্ধে তদন্ত শিবসেনা সরকারের!

0
687

বঙ্গদেশ ডেস্ক:- তথাকথিত কৃষক আন্দোলন নিয়ে সম্প্রতি আন্তর্জাতিক স্তরে বিদ্রোহ ঘোষণা করেন সেলেবরা। কিন্তু তারপরেই ভারতীয় সেলিব্রেটিরা বিদেশী ষড়যন্ত্রের বিরুদ্ধে কড়া জবাব দেয়। কিন্তু দেশীয় তারকাদের টুইটের বিরুদ্ধে তদন্ত শুরু করতে পারে মহারাষ্ট্র সরকার।

এরকমই ইঙ্গিত দিয়েছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। যদিও তিনি এই তদন্ত নিয়ে এখনও কোনও আদেশ দেননি। উনি শুধু তদন্ত শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন। তথাকথিত কৃষক আন্দোলন নিয়ে ট্যুইট করা ভারতীয় তারকাদের মধ্যে রয়েছেন ক্রিকেটার শচীন তেন্ডুলকর, ভিরাট কোহলি, সৌরভ গাঙ্গুলী, অভিনেতা অক্ষয় কুমার, অজয় দেবগন, কঙ্গনা রানাওয়াত এবং গায়িকা তথা ভারত রত্ন লতা মঙ্গেশকর আছেন।


তথাকথিত ভণ্ড অন্নদাতাদের আন্দোলন নিয়ে করা ট্যুইটার মামলায় কংগ্রেস নেতা শচীন সাওয়ান্ত রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের সঙ্গে আলোচনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী জানিয়েছেন এটি অত্যন্ত গম্ভীর সমস্যা। সমস্ত সেলিব্রেটিদের ট্যুইট কীভাবে এক‌ইরকম হতে পারে। তাহলে, এইসব সেলিব্রেটিদের উপর ট্যুইট করার জন্য কোনও চাপ দেওয়া হয় নি তো? এর সরেজমিনে তদন্ত হওয়া উচিত।” সাওয়ান্ত আরও বলেন যে, দেশমুখ গোয়েন্দাদের এর দায়িত্ব দিয়েছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, মহারাষ্ট্র কংগ্রেস নেতারা এই ঘটনায় পুলিশের কাছে তদন্তের দাবি করেছিল। তারা জানতে আগ্রহী, যে সেলিব্রিটিরা বিজেপির চাপে কেন্দ্র সরকারের পক্ষ গ্রহণ করেছিল কিনা। কংগ্রেসের রাজ্য মহাসচিব তথা মুখপাত্র শচীন সাওয়ান্ত সেলিব্রিটিদের ট্যুইটের তদন্তের দাবিতে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের সঙ্গে সাক্ষাৎ করেছেন।