সুরাটে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের নারী পাচার চক্রের হদিশ, গ্রেফতার তিন অনুপ্রবেশকারী 

0
750

বঙ্গদেশ ডেস্ক: গুজরাটের সুরাটে একটি নারী পাচারকারী চক্রের হদিশ পেয়েছে সুরাট পুলিশ। ইতিমধ্যেই এই চক্রের তিন মূল হোতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর তদন্তে বেরিয়ে আসে ভয়াবহ তথ্য। গ্রেফতারকৃত তিনজনই ভারতে অনুপ্রবেশকারী এবং তারা প্রত্যেকেই ইসলামিক বাংলাদেশের নাগরিক। মূলত ইসলামিক বাংলাদেশ থেকে কাজ দেওয়ার নাম করে প্রতারণার মাধ্যমে মেয়েদেরকে ভারতে পাচার করে এনে নিষিদ্ধ পল্লীতে বিক্রি করার ব্যবসা চালাতো অনুপ্রবেশকারীদের এই চক্রটি। 

দীর্ঘদিন আগে পশ্চিমবঙ্গের সীমান্তপথ দিয়ে ভারতে অনুপ্রবেশ করে শরিফুল শাকিল, আজমিরা খাতুন এবং মুর্তজা শেখ নামের এই তিন বাংলাদেশী অনুপ্রবেশকারী। এরপরে তারা পশ্চিমবঙ্গ থেকে সুরাটে যায় এবং সেখানে তাদের নারী পাচার ব্যবসার ডেরা খোলে। সেখান থেকেই সমস্ত কিছু অপারেট করতো তারা। মুর্তজা শেখ এজেন্ট হিসেবে বাংলাদেশ থেকে কাজের নামে প্রতারণার মাধ্যমে মেয়েদেরকে ভারতে নিয়ে আসতো। পরবর্তীতে তাদেরকে নিষিদ্ধ পল্লীতে বিক্রি করে যৌন ব্যবসায় নামতে বাধ্য করা হতো। 

সম্প্রতি নির্ভরযোগ্য সূত্রে সুরাট পুলিশ এই চক্রের হদিশ পায়। কয়েকদিন আগেই ইসলামিক বাংলাদেশ থেকে ১৭ বছরের একটি মেয়েকে পাচার করে সুরাটে নিয়ে আসে মুর্তজা শেখ। পুলিশ খবর পায় যে এই মেয়েটিকে বিক্রি করবে চক্রটি। তারপরেই তাদেরকে আটকের জন্য তৎপর হয় পুলিশ এবং মেয়েটিকে বিক্রি করার সময়ে হাতেনাতে চক্রটিকে গ্রেফতার করে সুরাট পুলিশ। মেয়েটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। এভাবেই বাংলাদেশী অনুপ্রবেশকারীরা ভারতে বসে বিভিন্ন বড় ধরণের অপরাধ কর্ম পরিচালনা করছে। এই অনুপ্রবেশকারীদের কর্মকাণ্ড দেখিয়ে দিচ্ছে যে NRC ও CAA বাস্তবায়ন, কতোটা গুরুত্বপূর্ণ ভারতের জন্যে।