বাংলাদেশে ইসলাম গ্রহণ না করায় এক হিন্দু যুবকের জোরপূর্বক লিঙ্গ কর্তন করে মুসলমানি

0
3588

বঙ্গদেশ ডেস্ক: বাংলাদেশে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হওয়ার প্রলোভনে রাজি না হওয়ায় এক হিন্দু যুবককে জোর খাটিয়ে লিঙ্গ কর্তন করে সুন্নাতে খতনা বা মুসলমানি করানো হয় বলে অভিযোগ উঠেছে।

গত ১৬ ই অক্টোবর এই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে বলে সূত্রের খবর। বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়ন পরিষদে ৭ই নভেম্বর ভিকটিম অভিজিৎ দাস ও তার স্বজনরা হিন্দু সম্প্রদায়ের নেত্রীবৃন্দ ও স্থানীয় লোকজন নিয়ে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে। হারতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডাঃ হরেন রায় ও সুনীল কুমার বিশ্বাস সেখানে উপস্থিত ছিলেন। তাঁরা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর এমন অত্যাচারের বিরুদ্ধে তীব্র নিন্দা প্রকাশ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতা ইউনিয়ন কুচিয়ার পাড় উচ্চ গ্রাম নিবাসী নির্মল দাস এর ছেলে অভিজিৎ দাস (২০) কে কাজ দেওয়ার কথা বলে ঢাকাতে নিয়ে যায় গ্রামের কালাম হাওলাদার (৪০), পিতা- মালেক হাওলাদার। সেখানে অভিজিৎকে ধর্ম ত্যাগ করে ধর্মান্তরিত হয়ে মুসলমান হওয়ার প্রলোভন দেখায় কালাম হাওলাদার। ধর্মান্তরিত হতে রাজি না হওয়ায় জোর পূর্বক অভিজিৎ এর লিঙ্গ কর্তন করে তাকে সুন্নতে খতনা বা মুসলমানি করানো হয়। ঘটনার শিকার অভিজিৎ দাস বলেন, ” আমাকে কাজ দেওয়ার কথা বলে গত ২ অক্টোবর তারিখে ঢাকা জিনজিরাতে নিয়ে যায়। সেখানে বেশ কিছু দিন যাবত ধর্ম ত্যাগ/ ধর্মান্তর করার কথা বলে বিভিন্ন প্রলোভন দেখায় কালাম হাওলাদার। আমি রাজি না হওয়ায় গত অক্টোবর ১৬ তারিখ জোর পূর্বক চার – পাঁচজন আমাকে ধরে বেঁধে লিঙ্গ কর্তন করে এবং পরে ওষুধ পত্র এনে দেয়। সুযোগ পেয়ে গত ২২ শে অক্টোবর আমি পালিয়ে বাড়ি চলে আসি। কিন্তু বাড়িতে এসে লজ্জায় কাউকে প্রকাশ করতে পারিনি, গতকাল ৬ নভেম্বর আমার কাকীমা সুপারি পাড়তে গাছে উঠতে বললে আমি পারবোনা বলি। তখন গাছে উঠতে জোর করতে থাকলে এসব ঘটনা প্রকাশ করি।”

ভুক্তভোগী অভিজিৎ দাস বাদী হয়ে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছে। অন্যদিকে অভিযুক্ত কালাম হাওলাদার ও তার ছেলে বাজার ব্যবসায়ী কামরুল হাওলাদার (২০) পরিস্থিতি টের পেয়ে পলাতক রয়েছে বলে জানা যায়।

বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের কিছু ব্যক্তি এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছেন, বাংলাদেশে হিন্দু নির্যাতন কোন‌ও নতুন বিষয় নয়। কিন্তু বর্তমানে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের জন্য নতুন নতুন পন্থা অবলম্বন শুরু করেছে উগ্র মুসলিম সম্প্রদায়। এর হাত থেকে নিস্তার পাওয়া কঠিন। কারণ প্রশাসন এ বিষয়ে প্রথমদিকে তৎপরতা দেখালেও শেষ পর্যন্ত প্রশাসনের দিক থেকে কোন সহযোগিতায় পাওয়া যায় না।