মৃত্যুর আগের দিনই পরিচালকের সঙ্গে স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করেন সুশান্ত

0
477

বঙ্গদেশ ডেস্ক: অভিনেতা সুশান্ত সিং রাজপুত মানসিক অবসাদে ভুগছিলেন৷ কারণ, ২০১৯ সালের গোড়া থেকে তাঁর হাতে ছবির সঙ্গে কমে যাচ্ছিল৷ বলিউডের ওই অভিনেতার মৃত্যুর কয়েকঘণ্টার মধ্যেই এই বিষয়টি ছড়িয়ে পড়ে সংবাদমাধ্যমে৷ কিন্তু সময় যত এগোচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে যে শুরুর দিকে যে বিষয়গুলি জানা গিয়েছিল, তার অনেকটাই অসত্য৷

একটি সর্বভারতীয় ইংরেজি নিউজ চ্যানেলের দাবি, তাদের কাছে সুশান্ত সিং রাজপুতের কল রেকর্ডস আছে৷ আর সেখানে দেখা যাচ্ছে যে সুশান্ত মৃত্যুর ঠিক আগের দিন বলিউডের খ্যাতানামা দুই পরিচালকের সঙ্গে ফোনে কথা বলেছেন৷ তাঁদের সঙ্গে সিনেমা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছেন৷

দুই পরিচালকের সঙ্গে সব মিলিয়ে প্রায় ১২-১৩ মিনিট কথা বলেছেন তিনি৷ ফলে বিশেষজ্ঞদের বক্তব্য, মানসিক অবসাদে ভুগলে সিনেমা নিয়ে আলোচনা করতেন না সুশান্ত৷ এদিকে বিহারের পুলিশের যে দল মুম্বইয়ে সুশান্তের অস্বাভাবিক মৃত্যুর তদন্ত করতে গিয়েছিল, তারা পটনার উদ্দেশ্যে রওনা দিয়েছে৷ অন্যদিকে সিবিআই তদন্তের কাজ শুরু করেছে৷ তারা এফআইআরও দায়ের করেছে৷ সেই এফআইআর-এ সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তী-সহ সাতজনের নাম রয়েছে বলে জানা গিয়েছে৷

প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ চলতি বছরের ১৪ জুন উদ্ধার হয় মুম্বইয়ে তাঁর ফ্ল্যাট থেকে৷ দাবি করা হয় যে তিনি আত্মহত্যা করেছেন৷ তাঁর মৃত্যুর পর বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত স্বজনপোষণের অভিযোগে সরব হন৷ সুশান্ত স্বজনপোষণের শিকার বলেও তিনি দাবি করেন৷

ফলে সুশান্তের ভক্তরা করণ জোহর, সলমন খান, একতা কাপুর-সহ বলিউডের অন্য স্টার কিডদের সমালোচনা করতে থাকেন৷ পটনার আদালতে করণ, সলমন ও একতার বিরুদ্ধে মামলাও দায়ের৷ এঁদের সিনেমা বয়কটের ডাকও দেওয়া হয়৷ ঘটনার প্রায় দেড় মাস পর সুশান্তের বাবা কেকে সিং পটনার রাজীবনগর থানায় অভিযোগ দায়ের করেন৷

সেই অভিযোগ মূলত সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে৷ এ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়৷ বিহার সরকারের তরফে কেন্দ্রকে এই মামলার সিবিআই তদন্তের সুপারিশ করা হয়৷ তা গ্রহণ করে কেন্দ্র৷ আর সে কথা বুধবার সুপ্রিম কোর্টে জানিয়েও দেওয়া হয়৷ এখন দেখার সিবিআই তদন্ত শুরু করার পর আর কী কী তথ্য উঠে আসে৷