চিনের উপর নজর রাখতে বিশেষ স্যাটেলাইটের ভাবনা ভারতের

0
424

বঙ্গদেশ ডেস্ক: চিনকে আর হালকা ভাবে নিতে নারাজ ভারত৷ সেই কারণেই চিনের উপর নজরদারি চালাতে চাইছে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলি৷ তারা চায় সীমান্ত এলাকায় চিনের সেনারা কী করছে, তার উপর নজরদারি করতে৷ তাছাড়া চিনের সঙ্গে থাকা ৪ হাজার কিলোমিটার প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবরও নজরদারি করতে চাইছে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলি৷

সেই কারণে তারা চার থেকে ছ’টি কৃত্রিম উপগ্রহ চাইছে৷ যা শুধুমাত্র ওই অঞ্চলের গতিবিধির উপর নজর রাখতে ব্যবহার করা হবে৷ যে কৃত্রিম উপগ্রহ থেকে পাওয়া ছবি দেখে সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করতে চাইছে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলি৷ প্রসঙ্গত, চলতি বছরের মে মাসের শুরুতে আচমকাই লাদাখের গালওয়ান উপত্যকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর চিনা পিপলস লিবারেশন আর্মি ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে গোলমাল জড়িয়ে পড়ে৷

যা নিয়ে প্রায় দু’মাস ধরে ওই এলাকায় উত্তেজনা ছিল৷ দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষও হয়৷ সেখানে দুই পক্ষের অনেকে হতাহত হন৷ তার মধ্যে ভারতের ২০ জন জওয়ান রয়েছেন, যাঁরা শহিদ হয়েছেন৷ তার পর দুই পক্ষের মধ্যে আলোচনায় পরিস্থিতি কিছুটা হলেও শান্ত হয়েছে৷

সীমান্ত সংলগ্ন এলাকা থেকে সেনা সরানোর কাজ শুরু হয়েছে৷ কিন্তু তার পরও সীমান্তের ওপারে চিনের জিনজিয়াং প্রদেশে লাল ফৌজ জড়ো হচ্ছে৷ তাদের সঙ্গে অত্যাধুনিক সব সমরাস্ত্র আছে বলেও খবর৷ সেই কারণেই নজরদারি চালাতে চাইছে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলি৷

কী ধরনের কৃত্রিম উপগ্রহ চাওয়া হচ্ছে, তাও প্রতিরক্ষামন্ত্রকের একটি সূত্র থেকে জানা গিয়েছে৷ ওই সূত্র জানা গিয়েছে, কৃত্রিম উপগ্রহগুলিতে উচ্চ ক্ষমতা সম্পন্ন সেন্সর এবং ক্যামেরা থাকতে হবে৷ যাতে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তু দেখা যায়৷ প্রতিটি ব্যক্তিকে চিহ্নিত করা যায়৷