বলিউডে স্বজনপোষণ নিয়ে অভাবনীয়ভাবে অবস্থান বদল তাপসীর

0
471

বঙ্গদেশ ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় যে কয়েকজন অভিনেত্রী বিভিন্ন বিষয়ে নিজের মত প্রকাশ করে নেটিজেনদের মধ্যে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন, তার মধ্যে অবশ্যই তাপসী পান্নু অন্যতম। সম্প্রতি তাকে জিজ্ঞেস করা হয়েছিল বলিউডের স্বজনপোষণ তত্ত্ব নিয়ে।

উত্তরে তাপসী বিন্দুমাত্র সময় নষ্ট না করে স্বীকার করেছেন, বলিউডে গডফাদার ছাড়া কাজ পাওয়া সত্যিই কঠিন। বলিউড তারকাদের আত্মীয় হলে খুব সহজেই যোগাযোগ তৈরি করে একের পর এক কাজ পাওয়া যায়, যা কিনা বাইরের কোনও অভিনেতা-অভিনেত্রীর পক্ষে সম্ভব হয় না। তিনি জানিয়েছেন যে স্বজনপোষণের জন্যই তিনি বহুবার কাজের সুযোগ হারিয়েছেন।

তবে এমনটা এর আগে মনে করতেন না অভিনেত্রী। ২০১৭ সালে একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে বলিউডে স্বজনপোষণ নেই বললেই চলে। তিনবছর আগের সেই ইন্টারভিউতে তাপসী বলেছিলেন যে, ‘‘কাজ না পাওয়ার জন্য পুরোপুরিভাবে স্বজনপোষণকে দায়ী করা যায় না। স্বজনপোষণের জন্য কিছু কাজ অবশ্যই হারাতে হতে পারে, তবে এর বদলে কিছু না কিছু কাজ তো পেয়ে যাওয়াই যায়।’’ নিজের উদাহরণ দিয়ে তিনি বলেছিলেন যে সিনেমা জগতে কোনো গডফাদার না থাকা সত্ত্বেও তিনি দিব্যি কাজ পাচ্ছেন৷

২০১৭ সালে স্বজনপোষণকে দায়ী না করে নিজের পরিশ্রম করে কাজ পাওয়ার উদাহরণ দেওয়া তাপসী এখন জানাচ্ছেন যে বেশ কয়েকবার তিনি এই স্বজনপোষণের জন্য কাজ হারিয়েছেন৷ হতে পারে যে এই তিনবছরে বদলেছে তার জীবনদর্শন, তিন বছরে আরো অভিজ্ঞ হয়ে এই কথা বলছেন তিনি। তবে ২০১৭-র বিবৃতি এবং তার তিন বছরের পরের বিবৃতি যে পরষ্পর সম্পূর্ণ বিপরীত, তা বোঝা যাচ্ছে স্পষ্টভাবে।