বকরি ঈদে বন্ধ থাকবে ‘টক টু কেএমসি’

0
436

বঙ্গদেশ ডেস্ক: কলকাতা পুরসভা এলাকায় যাঁরা বসবাস করেন, তাঁদের অভাব-অভিযোগ শোনার জন্য সম্প্রতি চালু হয়েছে একটি হেল্পলাইন নম্বর৷ যে নম্বরে ফোন করে কলকাতা পুরসভা এলাকার বাসিন্দারা সরাসরি পুর-কর্তৃপক্ষের কাছে নিজেদের অভাব অভিযোগ জানান৷ যার পোশাকি নাম ‘টক টু কেএমসি’ সেই কাজ বকরি ঈদের দিন বন্ধ থাকবে৷ কলকাতা পুরসভার সূত্রে এমনই খবর জানা গিয়েছে৷

এই বছর বকরি ঈদ পয়লা অগস্ট৷ মানে আগামী শনিবার তা পালিত হবে৷ সেই দিনই ‘টক টু কেএমসি’ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা কর্তৃপক্ষ৷ তবে শুধু ওই দিন নয়, আজ, শনিবারও এই হেল্পলাইন বন্ধ রাখা হয়েছে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে৷

এদিকে কলকাতা পুরসভা এলাকায় সোয়াব টেস্ট বৃদ্ধি করার পরিকল্পনাও নিয়েছে কর্তৃপক্ষ৷ এর জন্য আরও ৯টি মোবাইল ভ্যান বা অ্যাম্বুল্যান্সকে পথে নামানো হচ্ছে৷ শুক্রবার সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম৷ এর ফলে রোজ কলকাতায় নমুনা সংগ্রহের পরিমাণ দেড় থেকে দুই হাজার বৃদ্ধি পাবে৷

তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এছাড়া শহরের বিভিন্ন এলাকায় লালারসের নমুনা সংগ্রহের জন্য কেন্দ্র তৈরি করা হয়েছে৷ এই রকম চার-পাঁচটি সেন্টার বা কিয়স্ক তৈরি করা হবে৷