তামিলনাড়ুতে ৩৫০ বছর পুরনো মন্দিরে ভাঙচুর, খোয়া গেছে সোনার মঙ্গল সূত্র

0
729

বঙ্গদেশ ডেস্ক:- তামিলনাড়ুর এক মন্দিরে ফের একবার চুরির ঘটনা সামনে এসেছে। জানা গিয়েছে, অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীরা থানজাবুর জেলার তিরুভিদাইমারুথুর এলাকায় অবস্থিত এক মন্দিরে লুটপাট করেছে। মন্দিরটি অন্যতম প্রাচীন বলে জানা গিয়েছে। মন্দিরে স্থাপিত দেবী মূর্তির সোনার মঙ্গল সূত্র‌ও চুরি করে নেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা গিয়েছে, তামিলনাড়ুর এই মন্দিরটি প্রায় ৩৫০ বছর পুরানো। পূজারী শিবানন্দিয়ার সেনাথীপাঠি মন্দিরের তালা দিয়ে বাড়ি চলে গিয়েছিলেন। পরের দিন মন্দিরের নিরাপত্তারক্ষীরা মুখ্য দরজা খুলে দেখেন যে তালা ভাঙা হয়েছে।

মন্দিরে প্রবেশ করার পর দেখা যায় যে, ভাঙচুরের পাশাপাশি পুজো পাঠে ব্যাবহৃত জিনিসপত্র ইত্যাদি‌ও চুরি হয়েছে। ঘটনা জানাজানি হতেই মন্দির কর্তৃপক্ষ থানায় অভিযোগ জানিয়েছে। এই ঘটনায় স্থানীয় লোকজন প্রশাসনের নিষ্ক্রিয়তাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।

এক প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, মন্দির কর্তৃপক্ষ প্রশাসনের কাছে বারংবার অভিযোগ জানিয়ে এসেছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। প্রশাসনের তরফে মন্দিরের সুরক্ষার কোনো ব্যবস্থা করা হয়নি।