ইসলামিক বাংলাদেশের গাইবান্ধায় মন্দির ভাঙচুর করলো জিহাদীরা, লুট করলো মূল্যবান মূর্তি

0
804

বঙ্গদেশ ডেস্ক: ইসলামিক বাংলাদেশে সংখ্যাগুরু মুসলিম সম্প্রদায় কর্তৃক সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর ক্রমবর্ধমান নিপীড়নের গল্প নতুন কিছু নয়। ইসলামিক বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মন্দির ভাঙচুরের ঘটনা প্রতিনিয়ত বাড়ছে। উগ্র ইসলামপন্থী জিহাদীরা আবারও ইসলামিক বাংলাদেশের গাইবান্ধা জেলার সাঘাটা থানার একটি হিন্দু মন্দিরে ভাঙচুর করেছে। এই ঘটনায় স্থানীয় হিন্দুদের মধ্যে একই সাথে ক্ষোভ ও ভীতি ছড়িয়ে পড়েছে। 

গত ২৩ ফেব্রুয়ারি তারিখে স্থানীয় জিহাদীরা এই মন্দিরটির ওপর সশস্ত্র হামলা চালায়। তারা মন্দিরটি ব্যপক ভাঙচুর ও লুটপাট করে। মন্দির ভাঙচুর করলেও, তারা মন্দিরের মূল্যবান মূর্তিগুলোকে ভাঙেনি। বরঞ্চ জিহাদীরা সেগুলো লুট করে নিয়ে যায়। কারণ মূল্যবান এই মূর্তিগুলোর বাজারমূল্য অনেক। মজার বিষয় এই যে, জিহাদীদের কাছে মূর্তি ও মন্দির অপবিত্র হলেও মন্দিরে মূল্যবান মূর্তি মোটেই অপবিত্র নয়।

মন্দির ভাঙচুরের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও ভীতি ছড়িয়েছে। স্থানীয় হিন্দুদের বক্তব্য, সাম্প্রতিকালে স্থানীয় এলাকায় সাম্প্রদায়িক পরিস্থিতির অবনতি ঘটেছে। স্থানীয় জিহাদীরা হিন্দুদের মানসিকভাবে চাপ সৃষ্টি করছে। ওয়াজ মাহফিলগুলো থেকে মাওলানারা মূর্তিপূজার বিরুদ্ধে ফতোয়া দিয়ে চলেছে। প্রশাসন এতে নীরব। তারই ফলশ্রুতিতে এই মন্দির ভাঙচুরের ঘটনা ঘটেছে। বর্তমানে স্থানীয় হিন্দুরা আতঙ্ক নিয়ে নিরাপত্তাহীনতার মাঝে বসবাস করছে।