ইসলামিক বাংলাদেশের সাতক্ষীরা মন্দির ভাঙচুর ও হিন্দু গ্রামে হামলা, বাড়িঘর লুটপাট, ১০ জন আহত

0
676

বঙ্গদেশ ডেস্ক:মঙ্গলবার রাতে ইসলামিক বাংলাদেশের সাতক্ষীরা জেলার ফুলতলা গ্রামে একাধিক হিন্দু বাড়ি এবং একটি মন্দিরে হামলা চালিয়েছে সংঘবদ্ধ হামলাকারী দুষ্কৃতীরা। এছাড়াও বেশ কয়েকটি হিন্দু বাড়ি লুট করা হয় এবং স্থানীয় গ্রামের একটি মন্দিরের তিনটি প্রতিমা ভেঙে দেয় ওই হামলাকারীরা৷  


ক্ষতিগ্রস্থদের মধ্যে অন্যতম পিন্টু বাউলিয়া জানান, মঙ্গলবার রাত ৮ টার দিকে হামলাকারীরা তাদের গ্রামে হামলা চালিয়ে পুরো গ্রামটিকে লুণ্ঠন করে। তিনি আরও জানান, “তারা স্থানীয় মন্দিরে প্রতিমা ভাঙচুর করেছে, আমাদের বাড়িঘর লুট করেছে এবং আমাদের হিন্দু সম্প্রদায়ের কমপক্ষে ১০ জনকে ধারা অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা করেছে।”

স্থানীয় যতীন বাউলিয়ার মেয়েকে উত্যক্ত করার সূত্র ধরে ঝামেলার শুরু। এরপর এই ঘটনাকে ঘিরে বিরোধ শুরু হয়। তারই জেরে মঙ্গলবার এই হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগীর পিতার ভাই গোবিন্দ বাউলিয়া জানান, হামলাকারীরা তাদের বাড়িতে প্রবেশ করেছিল এবং এমনকি তার ভাগ্নিকে অপহরণের চেষ্টা করেছিল। তিনি আরও জানান, “আমার ভাই যতীন বাউলিয়া সহ আমার পরিবারের আট থেকে দশ জন আহত হয়েছেন।”

হামলার পর তোলা ছবিতে দেখা যায় যে হামলার সময় ফুলতলা গ্রামের স্থানীয় মন্দিরে প্রতিমার শিরচ্ছেদ করেছে হামলাকারীরা। ঘটনার পরে স্থানীয় শ্যামনগর থানার পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, ” পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সহকারী পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আক্রমণের সাথে জড়িতদের যতো তাড়াতাড়ি সম্ভব আইনের আওতায় আনার জন্য আমরা প্রয়োজনীয় সকল ব্যবস্থা করছি।”