দুর্নীতি রুখতে আমলাদের ওপর নজরদারির সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

0
419

বঙ্গদেশ ডেস্ক: রাজ্য প্রশাসন সামলানোর দায়িত্ব থাকে যে সমস্ত আমলা, আধিকারিকদের। দুর্নীতি রুখতে তাদের ওপরেই সরাসরি নজরদারি শুরু করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সম্প্রতি আমফান দূর্নীতিতে শাসকদলের নেতা-মন্ত্রী ও কর্মীদের নাম জড়ানোর পাশাপাশি একাধিকবার প্রশাসনিক কর্তাদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ উঠেছে। তাই এবার রাজ্যের ৩৪৪ জন বিডিও, ৩৩ জন এসডিও, এবং ৬৯ জন সহ জেলাশাসকের কাজের মুল্যায়ন করতে চলেছেন মুখ্যমন্ত্রী নিজে।

সারাবছর ধরে এই প্রক্রিয়া চলতে থাকবে। জেলা প্রশাসনের কর্তাদের দৈনন্দিন কাজের হিসেব আসবে নবান্নে। সেগুলিকে খতিয়ে দেখবেন মমতা নিজে। কোথাও অসঙ্গতি পেলেই ব্যবস্থা নেবেন তিনি।

তবে আমলা, প্রশাসনিক কর্তাদের ওপর নবান্নের খাঁড়ার ঘা নেমে আসার ঘটনা নতুজ কিছু নয়। লকডাউনের সময় একাধিক দফতরের সচিবকে বদলি করা হয়৷ এমনকী এই মাসের লকডাউনের দিন ঘোষণার প্রথম দিন নবান্নে সাংবাদিক সম্মেলনের মাঝেই মমতা ধমক দিয়েছিলেন আধিকারিকদের।