সরাসরি সংবিধান লঙ্ঘন করছে পশ্চিমবঙ্গ সরকার, বললেন রাজ্যপাল

0
704

বঙ্গদেশ ডেস্ক:ভারতবর্ষ গণতন্ত্রের ভিত্তিতে চলমান একটি দেশ। সাংবিধানিক বাধ্যবাধকতার দ্বারা দেশের প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়। অনুচ্ছেদ ১৭৬ অনুযায়ী, প্রতি বছরের প্রথম অধিবেশন শুরুর সময়, গভর্নর বিধানসভায় ভাষণ দেওয়ার কথা থাকলেও ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যেই একমাত্র দেখা গেলো এক অসাংবিধানিক চিত্র! রীতিমতো সাংবিধানিক নিয়ম অমান্য করে রাজ্যপালকে উপেক্ষা করে গিয়েছে রাজ্য সরকার। 

গতকাল একটি ট্যুইটের মাধ্যমে এই বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী জগদীশ ধনকড়। ট্যুইটে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্ধৃত করে রাজ্যপাল স্মরণ করিয়ে দেন যে সংবিধানের লিপি মান্য করা আবশ্যিক এবং অনিবার্য। তিনি রাজ্য সরকারের প্রতি প্রশ্ন ছুঁড়ে দেন, ” অনুচ্ছেদ ১৭৬ অনুযায়ী ‘প্রতি বছরের প্রথম অধিবেশন শুরুর সময়, গভর্নর বিধানসভায় ভাষণ দেবেন আলোকপাত করুন যে কেন পশ্চিমবঙ্গের সংসদেই কেবল তা নয়।”
.’

এর পূর্বেও রাজ্যপালকে বিভিন্ন কার্যক্রমে সরাসরি উপেক্ষা করে গিয়েছে রাজ্য সরকার। এবার সরাসরি সাংবিধানিক কার্যক্রমেই তাঁকে উপেক্ষা করলো রাজ্য সরকার। রাজ্যপাল সেই কারণেই সরাসরি সংবিধান লঙ্ঘনের অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিরুদ্ধে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে রাজ্যপাল ইতিপূর্বে বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে সরাসরি মুখ খোলার কারণে ক্ষুব্ধ হয়ে রাজ্য সরকার এভাবে তাঁকে উপেক্ষা করে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তবে, এর মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার সরাসরি সংবিধান লঙ্ঘন করেছে যা ভারতের গণতান্ত্রিক প্রথার অপমান।