সরকারি কাজ তৃণমূলের দলীয় কার্যালয় থেকে করার দাবী না মানায় শ্লীলতাহানি, অভিযুক্ত তৃণমূল কর্মী

0
641

বঙ্গদেশ ডেস্ক:কাঁকসা থানার অন্তর্গত গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বামুনরা এলাকায় তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধানের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। অভিযুক্তরা সকলেই স্থানীয় তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী। স্থানীয় সূত্রে জানা যায় যে, অভিযুক্ত তৃণমূল কর্মীরা তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান শম্পা পালের কাছে দাবী জানিয়েছিল যে রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড পঞ্চায়েত অফিসের বদলে তৃণমূলের দলীয় অফিস থেকে নিতে হবে। শম্পা পাল তাতে রাজি হয়নি। ফলে অভিযুক্ত তৃণমূল কর্মীরা তার বাড়িতে হামলা চালায় ও শ্লীলতাহানির চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। 

শম্পা পাল এই বিষয়ে জানাতে গিয়ে বলেন, ” সরকারি নিয়ম অনুযায়ী স্বাস্থ্য সাথী প্রকল্পের ছবি তোলার জন্য পঞ্চায়েত অফিস থেকে কুপন বিলি করা হচ্ছে। অনুপস্থিত ব্যক্তিদেরকে বাড়িতে গিয়ে আমি কুপন দিয়ে এসেছি। এই বিষয়টি নিয়ে তৃণমূলের দলীয় কর্মী সজল রায়, বাপ্পা গোস্বামী সহ আরও কয়েকজন আমার কাছে আসে এবং এই কুপন দলীয় কার্যালয় থেকে বিলি করার জন্য দাবী করে। আমি তাদেরকে জানাই যে সরকারি কাজের দলীয় কার্যালয় থেকে পরিচালনা করা সম্ভব না।”

সম্ভব নয় বলাতেই শম্পা পালের বাড়িতে দলবল নিয়ে তৃণমূল কর্মী সজল রায়, বাপ্পা গোস্বামী হামলা করেছে বলে অভিযোগ করেছেন শম্পা পাল। শম্পা পাল জানান, ” ওরা আমার বাড়িতে হামলা ও ভাঙচুর করে। এমনকি আমাদের শ্লীলতাহানি করার চেষ্টাও চালায়।” ঘটনার পর স্থানীয় থানায় অভিযোগ করেছেন শম্পা পাল। তৃণমূল ব্লক সভাপতি জানিয়েছেন অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে তৃণমূল। এই বিষয়ে বিজেপি জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন,” যারা নিজেদের নারী নেত্রীদেরকেই সম্মান দিতে জানে না, তাদের কাছে রাজ্যের নারীরা সুরক্ষিত নয়। এদেরকে আমাদের প্রতিহত করতে হবে। “