রবিকবির প্রতি

0
394

আজও আমাদের মননেতে আছে সে চিরনবীন সত্তা,
যার অপেক্ষা মথুরাপুরীতে করেছে বাসবদত্তা।
নিরুদ্দেশের যাত্রা করেছ ছেড়ে এই ধরাধাম ;
সোনার তরীতে সুযোগ পেলেই তোমা সাথে চড়তাম।

বাংলার বধু এখনো তো মধু বুকে নিয়ে বাস করে,
আর সবই আছে শুধু তুমি নেই নিঃস্ব ধরণীপরে।
যমদূতপ্রায় মালীও বুঝেছে বাবুমশায়ের খেলা,
আমদুটি লয়ে এসেছে সে আজ তোমার পূজার বেলা।

আজি এ প্রভাতে কি গান গাহিছে সকালবেলার রবি ,
তার কিরণেতে প্রজ্জ্বল সবে, তার ছন্দেতে কবি।
আরবার যদি দেখা দাও ফের জন্মের শুভ ক্ষণে
বাইশে শ্রাবণ আসতে দেবনা এই সাধ রাখি মনে।।