পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন মালদহের কলিগ্রাম হাইস্কুল চত্বরে

0
1397

বঙ্গদেশ ডেস্ক:- চাঁচল ১ ব্লকের কলিগ্রাম হাইস্কুল চত্বরে সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হল। বুধবার বিদ্যালয় চত্বরের চারদিকে হরেকরকম গাছ লাগিয়ে বিদ‍্যালয়কে সবুজ করে তোলার লক্ষ্যে হাত মিলিয়েছেন প্রাক্তন ছাত্রছাত্রীরা। পরিবেশ দূষণের হাত থেকে ধরিত্রীকে বাঁচাতেই এই সাধু উদ্যোগ গ্রহণ করেছেন তারা‌।

চিত্র সৌজন্যে:- উত্তরবঙ্গ সংবাদ

ছাত্রছাত্রীদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন স্কুলের সমস্ত শিক্ষকেরা। বুধবার স্কুলের প্রাক্তন শিক্ষক অজয় রঞ্জন ব‍্যানার্জী, স্কুলের সেক্রেটারি তফিজুল ইসলাম সহ জনা কয়েক প্রাক্তন ছাত্রছাত্রী মিলে স্কুলের খোলা মাঠে ১০টি গাছ লাগিয়েছেন।

উত্তরবঙ্গ সংবাদের প্রতিবেদনে বলা হয়েছে গাছগুলি সুরক্ষিত রাখার জন্য চতুর্দিকে খাঁচাও লাগিয়েছেন তাঁরা। বকুল, কাঞ্চন সহ বিভিন্ন রকমের গাছ লাগানো হয়েছে। কলিগ্রাম হাইস্কুলের প্রধান শিক্ষক দীপক রায় জানিয়েছেনন, ‘প্রাক্তনরা যেভাবে এগিয়ে এসে স্কুলের সৌন্দর্য্য বৃদ্ধি ও পরিবেশ দূষণ রোধে উদ্যোগ করেছেন তা অত্যন্ত আনন্দের খবর। সকলের শেখা উচিত। স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীদের বিশেষ ধন্যবাদ জানিয়েছেন তিনি।’